Friday, April 26, 2024
Homeবীরভূমচিঠি লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি...

চিঠি লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি দরুদের

সংবাদ : হোয়াটসঅ্যা, ফেসবুক, স্মার্টফোনের যুগে চিঠি লেখার ধারা আজও টিকে আছে তার প্রমাণ বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি দরুদ । তাঁর বাড়ি লাভপুর ব্লকের কাজীপাড়া গ্রামে । কর্মসূত্রে তিনি সিউড়ি পুলিশ লাইন্সে থাকেন । মুন্সি দরুদ ভারতের ৩১টি দৈনিক সংবাদপত্রে এবং আকাশবাণী রেডিও, রেডিও তেহরান, রেডিও জাপানের অনুষ্ঠানে অসংখ্য চিঠিপত্র লিখে ন্যাশনাল রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড খেতাবে ভূষিত হয়েছেন । এছাড়া পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মাননা । ম্যাজিক বুক অফ রেকর্ড তাঁকে জাতীয় রেকর্ড খেতাব দেয়, জ্যাখি বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে ওয়ার্ল্ড রেকর্ড পুরস্কার প্রদান করে । সার্টিফিকেট, মেডেল, ট্রফি ইত্যাদি একাধিক পুরস্কার তাঁর ঝুলিতে । স্বাধীন ভারতে এই প্রথম কোনো বাঙালি পত্র লিখে তিনটি রেকর্ড করে বীরভূম তথা দেশ ও দশের মুখ উজ্জ্বল করেছেন । ২৭ বছরের এই তরুণ হোমগার্ড পত্রকার হিসেবে খুব‌ই জনপ্রিয় । এই পুরস্কার, সম্মান পেয়ে মুন্সি দরুদ স্বাভাবিক ভাবেই খুবই খুশি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments