Monday, April 29, 2024
Homeময়নাগুড়িঋণের টাকা পরিশোধ না করায়বিজেপি বিধায়কের কাছে নোটিশ পাঠাল সমবায় সমিতি

ঋণের টাকা পরিশোধ না করায়
বিজেপি বিধায়কের কাছে নোটিশ পাঠাল সমবায় সমিতি

ময়নাগুড়ি , ২৬ এপ্রিল : সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে সেই টাকা দীর্ঘদিনে পরিশোধ করেননি ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় । ঋণ পরিশোধ না করায় ওই বিধায়ককে নোটিশ পাঠালো ময়নাগুড়ির চুকানিপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি (লি:) । আর তাতেই রাজনৈতিক তর্জা শুরু হয়েছে ময়নাগুড়ি জুরে । শাসক দলের দাবি , সমবায় থেকে কৃষি ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছেন তিনি । এই বিষয়ে তৃণমূলের চূড়াভান্ডার অঞ্চল সভাপতি হৃদয় রায় বলেন , ' তিনি ঋণ নিয়েছেন তা তিনি নিজেও স্বীকার করেছেন । একজন বিধায়ক হয়ে কৃষি ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছেন তার পক্ষে এটা মানায় না ।' যদিও কৌশিকবাবু এখনও এই বিষয়ে কোনো নোটিশ হাতে পাননি বলে জানিয়েছেন । সমবায় সমিতি সূত্রে জানা যায় , চুকানীপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে ঋণ নিয়ে যারা দীর্ঘদিনে পরিশোধ করেননি তাদের সুদসহ ঋণ পরিশোধের জন্য নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে । প্রায় ১০০ জনকে এই নোটিশ পাঠানো হচ্ছে । সেই তালিকায় নাম উঠে আসে ময়নাগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক কৌশিক রায়ের । আরও জানা যায় , ২০১০ সালে ২৩ হাজার টাকা সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করেন কৌশিক বাবু । যার বাবদ ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সুদ হয়েছে ২৯ হাজার ৪৭৫ টাকা । সুদসহ সেই ঋণ পরিশোধের জন্য আগামী মে মাসের ১০ তারিখ পর্যন্ত সময় সীমা বেধে দেওয়া হয়েছে সমবায় সমিতির পক্ষ থেকে । আদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উল্লেখ রয়েছে নোটিশে । যদিও কৌশিক বাবু ঋণ গ্রহণের কথা স্বীকার করলেও নোটিশ এখনো হাতে পাননি বলে জানিয়েছেন । এই বিষয়ে ফোন মারফত তিনি জানান , 'সমিতি থেকে আমি লোন নিয়েছিলাম । বিভিন্ন সমস্যার কারণে সেই টাকা আমি পরিশোধ করতে পারিনি । তবে যে নোটিশের কথা বলা হচ্ছে তা আমি এখনো হাতে পাইনি ।' তিনি আরও জানান , রাজনৈতিকভাবে কলুষিত করার জন্য শাসক দলের লোকজন চক্রান্ত করে সেই খবর ভাইরাল করছে । তার প্রশ্ন , যে নোটিশ তিনি হাতে পেলেন না , তা কিভাবে মিডিয়ার কাছে পৌঁছল ?' চুকানিপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার নিধির মন্ডল বলেন , ' গত ৫ বছরের উর্ধ্বে যে সব কৃষক লোন নিয়ে ঋণ পরিশোধ করেননি তাদের দ্রুত ঋণ পরিশোধের জন্য নোটিশ পাঠানো হচ্ছে । সেই তালিকায় কৌশিকবাবুর নাম রয়েছে । উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও কৃষকদের স্বার্থে আমরা এই পদক্ষেপ নিয়েছি ।'

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments