Monday, April 29, 2024
HomeBreaking newsপরেশ কন্যার বিরুদ্ধে জয়ী মামলাকারী ববিতা সরকারকে ডেকে পাঠালো সিবিআই

পরেশ কন্যার বিরুদ্ধে জয়ী মামলাকারী ববিতা সরকারকে ডেকে পাঠালো সিবিআই

এসএসসি মামলাকারী ববিতা সরকারকে নোটিস দিয়ে ডেকে পাঠাল সিবিআই। তাঁর কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তা সব নিয়ে হাজিরা হতে বলা হয়েছে সিবিআই দফতরে।

প্রসঙ্গত, পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী উপর সিবিআই তদন্তের নির্দেশ এই ববিতা সরকারের মামলার প্রেক্ষিতে হয়েছিল।এসএলএসটি নিয়োগে অস্বচ্ছতা রয়েছে দাবি করে মামলা করেছিল ববিতা সরকার। সেই মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তে নেমে সিবিআই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে। এমনকী পরেশের মেয়ে অঙ্কিতাকেও স্কুল শিক্ষাকার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

হাইকোর্টে এসএসসি দুর্নীতি মামালায় বিচার পান ববিতা সরকার। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা জিতে জানালেন মামলাকারী। সাংবাদিকদের মুখোমুখী হয়ে মামলাকারী জানান, সব সময় সত্যের জন্য লড়েছি। প্রভাবশালী বলে পিছিয়ে আসিনি। আজকের এই জয়ে খুব খুশি। আমার পরিবার খুশি। এখনও ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরাও খুশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments