Wednesday, May 1, 2024
HomeBreaking newsদেশে দ্বিতীয় ওমিক্রন আক্রান্তের মৃত্যু

দেশে দ্বিতীয় ওমিক্রন আক্রান্তের মৃত্যু

নিউজ ডেস্ক: আতঙ্ক বাড়িয়ে আরও এক প্রাণ কাড়ল ওমিক্রন। গতকালই ওমিক্রনের জেরে মহারাষ্ট্রের পিম্পরির হাসপাতালে মৃত্যু হয়েছিল এক ৫২ বছর বয়সী নাইজেরিয়া ফেরত ব্যক্তির। এবার রাজস্থানের উদয়পুরে ৭৩ বছর বয়সী এক ব্যক্তির ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর এই প্রবীণের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায় তিনি ওমিক্রন পজিটিভ। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ১৫ ডিসেম্বর। ২১ ডিসেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু, কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও করোনা পরবর্তী শারীরিক সমস্যা-নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী গবেষকদের একাংশ দাবি করেছিলেন, ওমিক্রন ডেলটার থেকে অনেকটাই কম ভয়াবহ। এই ভ্যারিয়্যান্টে আক্রান্তদের দেহে সেভাবে বিশেষ উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে না, জানা যাচ্ছিল এমনটাই। কিন্তু, পরপর দুটি মৃত্যু ভয় ধরাচ্ছে। এদিকে, ২৮ ডিসেম্বর মহারাষ্ট্রের পিম্পরির হাসপাতালে ভর্তি থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির। গত ১৩ বছর ধরে তিনি মধুমেহ অর্থাৎ ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর মৃত্যু শংসাপত্রে অবশ্য কারণ হিসেবে হার্ট অ্যাটাক লেখা হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবারের NIV রিপোর্ট সামনে আসে। সেখানেই জানা যায়, তিনি Omicron এ আক্রান্ত হয়েছিলেন। সেক্ষেত্রে যাঁদের শরীরে কোমর্বিডিটি রয়েছে এবং প্রবীণদের জন্য কি তবে এই ভ্যারিয়্যান্ট বেশি ভয়াবহ? উঠছে প্রশ্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments