Saturday, April 20, 2024
Homeময়নাগুড়িস্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্ক ও শীত বস্ত্র বিতরণ রামশাই এলাকায়

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্ক ও শীত বস্ত্র বিতরণ রামশাই এলাকায়

ময়নাগুড়ি, ১০ জানুয়ারি : একদিকে শীত অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ। এই অবস্থায় অসহায় সাধারণ মানুষ। প্রত্যন্ত গ্রামের মানুষদের কথা মাথায় রেখে রবিবার এগিয়ে এলো ময়নাগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন, ফিনিক্স ফাউন্ডেশন। রবিবার ময়নাগুড়ির রামশাই এলাকার প্রত্যন্ত এলাকায় গিয়ে তাদের করোনা নিয়ে সচেতন করেন। তাদের প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেন। এছাড়াও প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের অনেকের শীত বস্ত্র নেই। রবিবার ফিনিক্স ফাউন্ডেশন সেখানে গিয়ে শীত বস্ত্র হিসাবে কম্বল এবং মশারি তুলে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ট্রাফিক ওসি বাল্মীকি লোহার, স্থানীয় পঞ্চায়েত সদস্য, ময়নাগুড়ি জাগৃতি সংঘের সদস্য সহ ফিনিক্স ফাউন্ডেশনের সদস্যরা। ফিনিক্স ফাউন্ডেশনের সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেন, " ময়নাগুড়ির রামশাই এর প্রত্যন্ত এলাকায় মাস্ক বিলি হয়। এমনকি শীত বস্ত্র হিসাবে কম্বল বিলি করা হয় এবং মশারি বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments