Monday, April 29, 2024
Homeকোচবিহারফাইট ব্যাক কোভিড গ্রুপ, হলদিবাড়ী থানার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

ফাইট ব্যাক কোভিড গ্রুপ, হলদিবাড়ী থানার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

ফাইট ব্যাক কোভিড গ্রুপ ও হলদিবাড়ী থানার যৌথ উদ্যোগে হলদিবাড়ি নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী , হলদিবাড়ী থানার আইসি ডিজি ভুটিয়া , ফাইট ব্যাক কোভিড গ্রুপের প্রতিষ্ঠাতা তন্ময় সেনগুপ্ত , ফাইট ব্যাক কোভিড গ্রুপের ভাইস চেয়ারম্যান তথা সাংবাদিক ও শিক্ষক শুভ্রজীৎ বিশ্বাস সহ প্রমুখ । এদিন হলদিবাড়ী নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একটি শোভাযাত্রা কলেজ পরিক্রমা করে । পরবর্তী তে কলেজ চত্বরে ৪৫ টি বৃক্ষরোপণ করা হয় । এরপর কলেজ কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । ফাইট ব্যাক কোভিড গ্রুপের সদস্য দীনেশ চন্দ্র বিশ্বাস এর লেখা কবিতা পাঠের মাধ্যমে আলোচনা সভার ইতি টানা হয় । মেখলিগঞ্জ পুলিশ এর এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী বলেন ” প্রত্যেক মানুষ কে নিজের থেকে পরিবেশকে কিছু দেওয়ার জন্য অন্তত একটি করে গাছ লাগানো উচিত । ” ফাইট ব্যাক কোভিড গ্রুপের ভাইস চেয়ারম্যান তথা সাংবাদিক ও শিক্ষক শুভ্রজীৎ বিশ্বাস বলেন ” কোভিডের সময় আমরা বুঝতে পেরেছি অক্সিজেন কতটা দামি তাই সকলের গাছ লাগানো উচিত । ” ফাইট ব্যাক কোভিড গ্রুপের প্রতিষ্ঠাতা তন্ময় সেনগুপ্ত বলেন “এই মাটি আমাদের মা । প্রকৃতি কে আমরা যা দেবো প্রকৃতি আমাদের তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেয় । তাই আমাদের গাছ লাগানো উচিত । যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে গ্লোবাল ওয়ার্মিং সহ অক্সিজেন এর অভাব কে দূর করতে পারবে । “

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments