Friday, April 26, 2024
Homeদিনহাটাবিশ্ব পরিবেশ দিবসে দিনহাটায় দীর্ঘ ১১কিমি ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি নিল SFI,DYFI

বিশ্ব পরিবেশ দিবসে দিনহাটায় দীর্ঘ ১১কিমি ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি নিল SFI,DYFI

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে দীর্ঘ ১১কিমি ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করলো ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা আঞ্চলিক কমিটি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটি।আজ থেকে আগামী বছর ৫ই জুন এই এক বছর সময়ের মধ্যে তারা দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কের দুপাশে দিনহাটা কলেজ বাইপাস থেকে দিনহাটা ওয়েলকাম পর্যন্ত দীর্ঘ ১১কিমি রাস্তা জুড়ে বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করেছে।প্রসঙ্গত ২০১৮-২০১৯ সালে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য অনেক বড় বড় রাস্তার পাশের গাছ কাটা পড়েছিল।কিন্তু তারপর সেভাবে আর নতুন করে গাছ তার পরিবর্তে লাগানো হয়নি।ফলে পথচারীদের এখন গাছের তলায় বিশ্রাম নেওয়ার অবকাশ আর নেই সাথে সাথে ক্রমাগত বেড়ে চলেছে উষ্ণায়ন।এ প্রসঙ্গে DYFI জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস জানান “২০১৮-২০১৯ সময়কালে দিনহাটা – কোচবিহার রাজ্য সড়ক সংস্কারের সময় প্রচুর গাছ কেঁটে ফেলা হয়,সে সময় রাজ্য সরকারের আধিকারিকগণ বলেন বনদপ্তর এবং PWD এর উদ্যোগে গাছ লাগানো হবে। কিন্তু দীর্ঘ দুই বছর পরেও দেখা গেল একটি গাছও লাগানো হয়নি।সেই ঘটনার প্রতিবাদে এবং বিশ্ব উষ্ণায়নের এই সময়কালে বন-সৃজন আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই প্রয়াস।” DYFI দিনহাটা লোকাল কমিটির সহ সম্পাদক কৌশিক রায় বলেন “আমার তো গাছ লাগাচ্ছি সেই সাথে দিনহাটার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,ক্লাব সমূহের কাছেও আমাদের আহ্বান আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে গাছ লাগাই ও পরিবেশের ভারসাম্যকে বজায় রাখি”। SFI জেলা সম্পাদকমন্ডলীর সদস্য টুটুল সরকার বলেন ” আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রথম পর্যায়ে ১ কিমি বৃক্ষরোপন করা হলেও আগামীকাল থেকে দিনহাটার বিশিষ্ট বৃক্ষপ্রেমী শ্রী উমাশঙ্কর সরকারের তত্বাবধানে ১ কিলোমিটার অন্তর অন্তর মাটি পরীক্ষার কাজ শুরু হবে উক্ত এলাকায় এবং সেই অনুযায়ী সেই প্রজাতির গাছ সেখানে লাগানো হবে”। SFI – DYFI এর এই প্রয়াসে সাধারন মানুষের সহযোগিতা ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন SFI জেলা সম্পাদকমন্ডলীর সদস্য টুটুল সরকার,সৌভিক দে,DYFI জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,DYFI লোকাল সহ সম্পাদক কৌশিক রায়,সোহম চক্রবর্তী, অপরাজিতা রায়,রুব্বীনা পারভিন,অমিত অধিকারী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments