Sunday, April 28, 2024
Homeকোচবিহারবড়শৌলমারী অঞ্চলে বোর্ড গঠন করলো বিজেপি, প্রধান হলেন জয়ন্ত দে

বড়শৌলমারী অঞ্চলে বোর্ড গঠন করলো বিজেপি, প্রধান হলেন জয়ন্ত দে

সকাল থেকে টান টান উত্তেজনা ছড়ায় বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের সামনে। নানা রকম অভিযোগ উঠে আসলেও কড়া পুলিশে নিরাপত্তার মধ্যে দিয়ে মাথাভাঙ্গা দুই ব্লকের বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি । বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের
২৩ আসনের মধ্যে ৯ টিতে শাসক জয়লাভ করলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ১৪ আসনে জয়লাভ করে বোর্ড দখল করে। আজকে সকাল থেকেই বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ৫ নাম্বার বাজার চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল এবং সকাল থেকেই এলাকার বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকেরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে জমায়েত হন। বিজেপির ও তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যরা এই বোর্ড গঠনে অংশগ্রহণ করেন, দীর্ঘক্ষণ আলোচনার ও টানাপোড়েনের পরে বিজেপির বোর্ড গঠন সম্পন্ন হয়। এদিন বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান হিসেবে নির্বাচিত হন জয়ন্ত দে এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন স্বপ্না মজুমদার সরকার। জয়ন্ত বাবুর দীর্ঘদিনের বিজেপি কর্মী হিসেবে পরিচিত এলাকায়। তিনি বিধানসভা নির্বাচনের পর থেকে মাথাভাঙ্গার ১ নং মন্ডল বিজেপির সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এদিন বোর্ড গঠন সম্পন্ন হওয়ার পর জয়ন্ত বাবু জিপি অফিস থেকে বেরিয়ে আসতেই বিজেপি কর্মী সমর্থকেরা তাকে নিয়ে অকাল হোলিতে মেতে উঠেন এবং জয়ী প্রার্থীদের নিয়ে সংশ্লিষ্ট এলাকায় মিছিল করা হয়। তবে সেই স্থানে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তা এড়াতে মাথাভাঙ্গার সি আই অজয় মন্ডলের নেতৃত্বে ঘোকসাডাঙ্গা থানার বিশাল পুলিশ মোতায়ন করা ছিল।

পঙ্কজ বাড়ই ঘোকসাডাঙা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments