Tuesday, April 30, 2024
HomeUncategorizedপেশায় শিক্ষক নেশায় চাষী তুফানগঞ্জ এর রুপম পাল

পেশায় শিক্ষক নেশায় চাষী তুফানগঞ্জ এর রুপম পাল

(তুফানগঞ্জ) তুফানগঞ্জ অন্দরানফুলবারি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রুপম পাল।পেশায় শিক্ষক নেশায় চাষী । তিনিই প্রথম তুফানগঞ্জে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ শুরু করেন।ড্রাগন ফল চাষে অনেক খরচ হলেও,এটি অনেক লাভজনক ফসল বলে তার দেখাদেখি অনেক চাষি ড্রাগন চাষে ঝুঁকছেন।

মূলত তিনি এক বিঘা জমিতে তিন ধরনের প্রজাতির ড্রাগন চাষ করেছেন। বর্তমানে 200টি চারা রয়েছে।আগামীতে আরও কয়েক বিঘা জমিতে চাষ করার পরিকল্পনা রয়েছে তার।এখনো পর্যন্ত ১০মাসে ২০কেজি ফল পাওয়া গেছে।তাতে লাভের মুখ দেখেছেন। এক বিঘা জমি তৈরি করতে তার খরচ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা। দীর্ঘমেয়াদী এই ড্রাগন ফলের চাষকে বিকল্প চাষ হিসেবে বেছে নেওয়ার বার্তা, তুফানগঞ্জের চাষীদের কাছে পৌঁছে দিচ্ছে ছাটা রামপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক রূপম পাল।

ড্রাগন ফলের অনেক গুণগতমান আছে। এই ফল মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষত এই ফল ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments