Monday, May 6, 2024
Homeময়নাগুড়িনদী থেকে অবাধে বালি উত্তোলন ,অভিযোগ জানাতে ফোন করে পাওয়া যায় না...

নদী থেকে অবাধে বালি উত্তোলন ,
অভিযোগ জানাতে ফোন করে পাওয়া যায় না প্রশাসনকে

ময়নাগুড়ি , ৩১ অক্টোবর : ময়নাগুড়ির গ্রাম গঞ্জের ছোটো নদীগুলি থেকে মাঝে মাঝে আর্থমুভার ব্যাবহার করে অবাধে বালি উত্তোলন করা হচ্ছে । প্রশাসনের মদতেই এই কাজ হচ্ছে বলে অনেকের অভিযোগ । এই বিষয়ে রবিবার সাংবাদিকদের ফোন ও এসএমএসেরও কোনো জবাব দেননি ময়নাগুড়ির ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবযানী মিত্র । ময়নাগুড়ি থানার আইসি তমাল দাসও ফোন ধরেননি । রবিবার অবাধে বালি উত্তোলনের একই চিত্র দেখা যায় ময়নাগুড়ির বাশিলাডাঙ্গা এলাকার শৌলি নদীতে । ইতিমত আর্থমুভার ব্যাবহার করে ট্রলিতে করে বালি উত্তোলন করা হচ্ছিল এই নদী থেকে । অভিযোগ পেয়ে সাংবাদিকরা ফিল্ডে যান । এলাকারই ভবেশ রায় নামে এক ব্যাক্তি নিজেকে বালি উত্তোলনকারী পরিচয় দিয়ে বেপরোয়াভাবে বালি উত্তোলন করতে থাকেন । সাংবাদিকরা তার কাছে বালি উত্তোলনের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি কিছু জানাতে চাননি । বরং বেপরোয়াভাবে নদী থেকে বালি তুলতে থাকেন । এই বিষয়ে ময়নাগুড়ি ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবযানী মিত্রকে একাধিকবার ফোন মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি ফোন তুলেননি । এসএমএসেরও উত্তর দেননি তিনি । এই বিষয়ে ময়নাগুড়ি বিডিও শুভ্র নন্দী বলেন , ' বিষয়টি আমি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে জানাব যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় ।'

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments