Sunday, April 28, 2024
HomeUncategorizedUttarbanga : ঠান্ডায় জবুথবু শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ

Uttarbanga : ঠান্ডায় জবুথবু শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ

Uttorer Sambad : শিলিগুড়ি: Uttarbanga ঠান্ডায় জবুথবু শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের ভোরবেলা এবং সন্ধের পর কোথাও কোথাও প্রবল কুয়াশার আবরণ তৈরি হচ্ছে।ঘন কুয়াশার জেরে গত কয়েকদিন ধরেই দূরপাল্লার ট্রেন বা বাসগুলি বিলম্বে চলছে।বাগডোগরা বিমানবন্দরে একাধিক বিমান দেরিতে ওঠানামা করছে।বেলা বাড়ার সাথে দৃশ্যমান্যতা বেড়ে গেলে বাগডোগরা বিমানবন্দরে বিমান ওঠা নামা স্বাভাবিক হচ্ছে।গত কয়েকদিন উত্তরবঙ্গের কোনও জেলাই ঠান্ডা বাতাস এবং কুয়াশার হাত থেকে বাঁচেনি।কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছিল মঙ্গলবার থেকে ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ের তুষারপাত এবং সমতলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে রয়েছে।বেলা বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ঠান্ডা হাওয়া।সেক্ষেত্রে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থেকেই যায়।সমতল বাদে পাহাড়ের চিত্রটা কিন্তু একদমই উল্টো ঠান্ডা থাকলেও সেখানে ঝলমলে রোদ রয়েছে। আভাওয়াবিদদের কথা অনুযায়ী দার্জিলিংয়ের আশপাশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।পরিচালন পদ্ধতিতে উত্তর-পশ্চিম ভারতের কুয়াশা এসে পড়ছে উত্তরবঙ্গতে।সঙ্গে কখনও তৈরি হচ্ছে ঝিরঝিরে বাতাস।ঝঞ্ঝা ঢুকে পড়লে কুয়াশা কমে তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে।

Uttarbanga : ঠান্ডায় জবুথবু শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ

More News – ছেলে ও বাবা উভয়েই টেট পরীক্ষার্থী।

ছেলে ও বাবা উভয়েই টেট পরীক্ষার্থী। ২৪ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রাথমিক টেটের আয়োজন করা হয়েছিল। আর সেই টেট পরীক্ষায় বসলেন বাবা ও ছেলে দু’জনেই। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার চাঁন্দড় গ্রামের দিলওয়ার হাসান ও তাঁর বাবা মোকাম্মেল হক উভয়েই এবার প্রাইমারির টেট পরীক্ষার্থী। Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments