Saturday, April 27, 2024
Homeআলিপুরদুয়ারপুরভোটের টিকিট না পেয়ে ক্ষোভ আলিপুরদুয়ারের হেভিওয়েট তৃণমূল নেতার

পুরভোটের টিকিট না পেয়ে ক্ষোভ আলিপুরদুয়ারের হেভিওয়েট তৃণমূল নেতার

পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দক্ষিণ থেকে উত্তরে তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার একাধিক বারের জয়ী কাউন্সিলার এবং আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূলের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় আলিপুরদুয়ার পুরভোটের টিকিট না পাওয়ায় দলের অন্দরে চরম ক্ষোভ দেখা দিয়েছে। আগামী দিনে তিনিও সিদ্ধান্ত নিতে চলেছেন বলে কার্যত ‘হুঁশিয়ারি’দিয়েছেন এই হেভিওয়েট তৃণমূল নেতা।

আলিপুরদুয়ার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বর্তমানে আলিপুরদুয়ার টাউন তৃণমূলের ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় তিনবারের প্রাক্তন কাউন্সিলার ও একবারের পুর চেয়ারম্যানের অভিজ্ঞতা সম্পন্ন। স্বভাবতই এবারেও পুরভোটের প্রার্থী তালিকায় তাঁর নাম থাকবে বলে আশাবাদী ছিলেন দীপ্ত চট্টোপাধ্যায় সহ তাঁর অনুগামীরা। কিন্তু শুক্রবারের প্রকাশিত প্রার্থী তালিকায় দীপ্ত চট্টোপাধ্যায়ের নাম না থাকায় চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে জেলা তৃণমূল কর্মীদের মধ্যে।

জেলা ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুক্রবার রাতেই দীপ্ত চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমান তাঁর অনুগামীরা। তাঁদের সঙ্গে রাতেই জরুরি বৈঠক করেন দীপ্ত চট্টোপাধ্যায়। বৈঠকে অনুগামীদের বুঝিয়ে ঠান্ডা করলেও দীপ্তবাবু নিজেই প্রার্থী তালিকা নিয়ে জেলা ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বলেন, “২০১৪ সালে পুরসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে পুরসভার চেয়ারম্যান পদের চুক্তিতে তৃণমূলে যোগদান করলেও দল কথা রাখেনি।” তিনি বলেন, “দল কী সিদ্ধান্ত নেয় নিক, আমিও সিদ্ধান্ত নেব। যাঁরা দীপ্ত চট্টোপাধ্যায়কে শুইয়ে দেব বা কাত করে দেব ভাবছেন, তাঁরা মূর্খের স্বর্গে আছেন।” তাঁকে দলেরই কেউ কেউ অপদস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলে আগামী দু-দিনের মধ্যেই নিজস্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনবারের প্রাক্তন কাউন্সিলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments