Monday, April 29, 2024
Homeদক্ষিণ ২৪ পরগনাপরীক্ষায় ভালো ফল করতে হলে প্রচুর খাটতে হবে, বললেন উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু

পরীক্ষায় ভালো ফল করতে হলে প্রচুর খাটতে হবে, বললেন উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু

রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। শুভ্রাংশুর কথায়, ভালো ফল যে হবে আশা করেছিলাম। তবে প্রথম হব, তা ভাবিনি। আমি দিনে মোটামুটি চার ঘণ্টা পড়াশোনা করতাম। তার মতে, আসল কথা হল পড়ায় মনোনিবেশ করা। পরীক্ষায় ভালো ফল করতে হলে প্রচুর খাটতে হবে। না খাটলে কিছুই হবে না। শুভ্রাংশু বলে, আমাদের স্কুলে একটা ঐতিহ্য আছে। স্কুলই ছাত্রদের তৈরি করে দেয়। নিজের সাফল্যের জন্য সে কৃতজ্ঞ স্কুল এবং শিক্ষকদের প্রতি।

শুভ্রাংশুই নন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। চতুর্থ হয়েছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ হয়েছে অর্কদীপ ঘরা। ওই স্কুল থেকে ৪৯০ নম্বর পেয়ে সপ্তম হয়েছে বিতান শাসমল, অর্ক ঘোষ এবং অভিরূপ পাল। ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম হয়েছে সৈয়দ সাকলাইন কবীর। ৪৮৮ পেয়ে রাজ্যে নবম হয়েছে সায়ন সাহা এবং অর্কপ্রতিম দে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments