Monday, April 29, 2024
Homeময়নাগুড়িসার্ভিস রোডের দাবিতে পথ অবরোধ দোমহনী মোড়- মালবাজারগামী রাস্তায়

সার্ভিস রোডের দাবিতে পথ অবরোধ দোমহনী মোড়- মালবাজারগামী রাস্তায়

ময়নাগুড়ি, ৭ এপ্রিল : দীর্ঘদিন দাবিপত্র দিলেও কাজ না হওয়ায় পথ অবরোধে সামিল হলেন ময়নাগুড়ি দোমহনী মোড় এলাকার মানুষরা। বৃহস্পতিবার সার্ভিস রোডের দাবিতে ময়নাগুড়ি দোমহনী মোড় এলাকায় পথ অবরোধ করেন। দীর্ঘ চল্লিশ মিনিট ধরে চলে এই অবরোধ। যার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় দোমহনী মোড় থেকে মালবাজারগামী রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। এছাড়াও সেখানে উপস্থিত হন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া সহ প্রমুখরা। বৃহস্পতিবার সার্ভিস রোডের দাবিতে দোমহোনি মোড় এলাকায় মালবাজার থেকে দোমহোনি হয়ে জলপাইগুড়ি যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ যতক্ষণ প্রতিশ্রুতি না দেবেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। তারা আরও অভিযোগ করেন ময়নাগুড়ি ব্লক প্রশাসনকে একাধিকবার সার্ভিস রোড তৈরি করার বিষয়ে জানানো হয়েছে। সে সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন ব্লক প্রশাসন।কিন্তু এরপরে সার্ভিস রোড হয়নি বলে অভিযোগ। ঘটনাস্থলে যান ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস সহ জনপ্রতিনিধিরা। স্থানীয়রা ক্ষোভে আধিকারিকদের আটক করে বিক্ষোভ দেখান। অবশেষে প্রায় আড়াই ঘণ্টা পর আশ্বাস মিললে অবরোধ তুলে নেন। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর সঞ্জীব শর্মা বলেন, " এই রাস্তা মানচিত্রে ছিল না। এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments