Tuesday, April 23, 2024
Homeকোচবিহাররাজ্যের পাশাপশি দিনহাটা ২ ব্লকের আশা কর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

রাজ্যের পাশাপশি দিনহাটা ২ ব্লকের আশা কর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

বিভিন্ন দাবিতে অনিদৃষ্টকালের জন্য কর্ম বিরতি, বামন হাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ আশা কর্মী ইউনিয়নের

বুধবার দুপুরে দিনহাটা ২ নং বাবুহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিন দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়। জানা গেছে সাম্মানিক ভাতা বৃদ্ধি করা, প্রতিমাসে একসাথে উৎসাহ ভাতা প্রদান, ভ্যাকসিনের কাজের টাকার দাবি, সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে অনির্দিষ্টকালের জন্য তাদের এই বিক্ষোভ শুরু হয়। সারা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার দিনহাটা দুই নং ব্লকের আশা কর্মীরা এইদিন একত্রিত হয়ে বামন হাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এক আশা কর্মী বলেন, দীর্ঘদিন থেকে আমাদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। উৎসাহ ভাতা মাসে আট ভাগে না দিয়ে একসাথে দিতে হবে। আমরা এর আগে ভ্যাকসিনের কাজ করেছিলাম সেই টাকা পাইনি, বিভিন্ন সময়ে জোর করিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হয় বিনা পারিশ্রমিকে। পাশাপাশি আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতির দাবি রয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি আমাদের জেলায় কর্মবিরতি চলছে। এর আগেও আমরা সিএমএইচ এর কাছে এ বিষয়ে ডেপুটেশন জমা দিয়েছিলাম শুধু আশ্বাস হয়েছি এখনো কোন কিছু কার্যকর হয়নি। আমাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments