Saturday, April 27, 2024
Homeআলিপুরদুয়ারডুয়ার্সের জঙ্গলে ময়ূর হাতে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পোস্ট, গ্রেফতার এক...

ডুয়ার্সের জঙ্গলে ময়ূর হাতে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পোস্ট, গ্রেফতার এক ব্যক্তি

ডুয়ার্সের জঙ্গলে হাতে ময়ূরের ছবি তুলে সোশাল মিডিয়ায় পোষ্ট এক ব্যাক্তির, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করলো বক্সা বনদপ্তর।

জানা গেছে আলিপুরদুয়ার দমনপুর এলাকার বাসিন্দা সিবু বর্মন বুধবার সোশাল মিডিয়া ফেসবুকে জাতীয় পাখি ময়ূরের কে নিয়ে ছবি পোস্ট করে। এরপরেই সোশ্যাল মিডিয়ার সেই ছবি নিয়ে তোলপার শুরু হয় বনদপ্তরে। বিষয়টি বনদপ্তরে নজরে আসতেই, তদন্ত শুরু করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাধিকারিকরা। এরপরের সিবু বর্মনের খোঁজে তল্লাশি চালিয়ে তাকে দমণপুর থেকে গ্রেপতার করে বনদপ্তরের দমনপুর রেঞ্জের কর্মীরা। সিবু বর্মনের বিরুদ্ধে ওয়াল্ড লাইফ এক্টে মামলা রুজু করে তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়।আদালতে তোলা হলে এসিজেএম ফাস্ট কোর্টের বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের অতিরিক্ত ফিল্ড ডিরেক্টর পল্লব মুখোপাধ্যায় বলেন, বনদপ্তরের আইনে শিডুল ওয়ানে থাকা ময়ুরটি জীবিত ছিল না মৃত এবং কি উদ্দেশ্যে এই আইন অমান্য করে ছবি পোস্ট সবই তদন্তের পরই পরিষ্কার বলা সম্ভব হবে। তিনি জানান, ধৃতের বিরুদ্ধে ওয়াল্ড লাইফ এক্টে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments