Saturday, April 27, 2024
HomeBreaking newsট্রেনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৩ জওয়ানকে সাজা ঘোষণা

ট্রেনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৩ জওয়ানকে সাজা ঘোষণা

ট্রেনে সামরিক বাহিনীর কামরায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। তিন জওয়ানের বিরুদ্ধে ওঠে অভিযোগের আঙুল। অভিযোগ প্রমাণিত হতে তিন জন জওয়ানের সাজা ঘোষণা করল হাওড়া জেলা পকসো আদালত।

গত ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ট্রেনের সামরিক বাহিনীর কামরায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। জানা গিয়েছে, হাওড়া থেকে লুধিয়ানা যাবার জন্য অমৃত্সর মেলে ওঠে এক নাবালিকা। কিন্তু, ভুল করে সেনাবাহিনীর সংরক্ষিত কামরায় উঠে পড়ে সে। এরপরই সামরিক বাহিনীর তিন জওয়ান নাবালিকাকে গণধর্ষণ করে। দোষী সাব্যস্ত তিন জন জওয়ানের মধ্যে দুজনের যাবজ্জীবন ও আর একজন জওয়ানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

জানা গিয়েছে, কামরায় ভুল করে উঠে পড়া নাবালিকাকে জোর করে মদ খাইয়ে চলন্ত ট্রেনে ছয়বার ধর্ষণ করে তিন জওয়ান। এদের মধ্যে দু’জন বর্ডার সিকিউরিটি ফোর্স ও একজন সেনাবাহিনীর জওয়ান। মধুপুর জি আর পি অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে দেওঘর হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনার পর মধুপুর ও হাওড়া জি আর পি তে অভিযোগ দায়ের হয়।

হাওড়া আদালতের সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় (Somnath Banerjee) জানান, তদন্তে নেমে পুলিশ জানতে পারে তিনজন হলো বি এস এফ জওয়ান বলরাম যাদব, পঙ্কজ কুমার এবং সেনাবাহিনীর জওয়ান মঞ্জরিশ ত্রিপাঠি। প্রথমে সোমবার সাজা ঘোষণা মঞ্জুরিশ ত্রিপাঠী ও পরে গুয়াহাটি রেজিমেন্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments