Monday, April 29, 2024
Homeমুর্শিদাবাদজিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত হলেন অরিজিৎ সিং

জিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত হলেন অরিজিৎ সিং

মুর্শিদাবাদ:

নিজের অসাধারণ সুরের মোহনায় গোটা ভারতবাসী তথা বিশ্বকে মুগ্ধ করেছে, এত নাম খ্যাতি যশ তবুও নিজের জন্মস্থান এর কথা বলিনি বিখ্যাত গায়ক অরিজিত সিং। মাটির মানুষ বললেও কম হবে না। নিজের জন্মস্থানে নিজে ভূমির উন্নয়নে মন দিতে চান তিনি। তার কাধে এবার নতুন গুরুদায়িত্ব উঠলো।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর জন্ম। এবার নিজের শহরে একটি স্কুলের পরিচালনা সমিতির সভাপতি নিযুক্ত হলেন তিনি। জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহন করলেন গায়ক অরিজিৎ সিং । পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের তরফে তাঁকে ওই স্কুলের সভাপতি পদে মনোনীত করা হয়েছেন। এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের উন্নতিতে সর্বত ভাবে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

বলিউড এবং পরবর্তী সময়ে গোটা বিশ্বে নামডাক করলেও, কোনও দিন শিকড়ের টান ভোলেননি অরিজিৎ সিং। বারবারই জিয়াগঞ্জে দেখা গিয়েছে তাঁকে। ২০২২-এর পুরভোটের সময় লাইনে দাঁড়িয়ে সকলের সঙ্গে তাঁকে ভোট দিয়েছেন তিনি। সম্প্রতি, স্থানীয় একটি স্কুলে নিজের ছেলেকে ভর্তি করেছেন তিনি। প্রথম দিন ছেলেকে স্কুলে ছাড়তে গিয়ে, আর পাঁচটা অভিভাবকের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই ছবি। এতটা জনপ্রিয় হয়েও, তাঁর মধ্য়ে সেলেবসুলভ আচরণ না থাকায়, অরিজিৎ সিং এর প্রশংসা করেছেন নেটিজেনরা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments