Friday, May 3, 2024
Homeময়নাগুড়িছোট্ট মেয়ের কিডনির সমস্যা, চিকিৎসার জন্য অসহায় পিতা মাতার সাহায্যের আর্জি

ছোট্ট মেয়ের কিডনির সমস্যা, চিকিৎসার জন্য অসহায় পিতা মাতার সাহায্যের আর্জি

ময়নাগুড়ি, ৮ জুন : শিশু কন্যার কিডনির সমস্যা, চিকিৎসা করাতে সাহায্যের আর্জি অসহায় পিতা মাতার। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গারহাট ১ গ্রামের বাসিন্দা লক্ষ্মী কান্ত রায়। তাঁর স্ত্রী বীনা রায়। পেশায় তিনি দিন মজুর, মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালান। এই অভাবের সংসারেই জন্ম নেয় ফুটফুটে শিশু কন্যা। বাবা মা আদর করে যার নাম রেখেছে শ্রেয়া রায়। কিন্তূ এই অভাবের সংসারে ছোট্ট ১৬ মাস বয়সের শ্রেয়া রায়ের কঠিন রোগ ধরা পড়ে। তার কিডনির সমস্যা দেখা দেয়। সরকারি ভাবে প্রথমে জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা করানো হলে সেখান থেকে চিকিৎসা করানো সম্ভব নয় বলে জানান চিকিৎসকরা। এরপর বেসরকারি নার্সিং হোম কিংবা ভিন রাজ্যে চিকিৎসার কথা জানান চিকিৎসকরা। আর তা জানতে পেরেই বড় অসহায় হয়ে পড়েন তারা। পেশায় দিন মজুর লক্ষ্মী কান্ত বাবু দিন এনে দিন খান। ইতিমধ্যে মেয়ের চিকিৎসায় অনেক টাকা খরচ করেছেন তিনি। ঋণ ও নিতে হয়েছে অনেক। কিন্তূ এই অবস্থায় ছোট্ট শিশু কন্যার চিকিৎসা কিভাবে করাবেন বুঝতে পারছেন না পিতা লক্ষ্মী কান্ত রায় ও মাতা বীনা রায়। তাই সরকারি কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। ছোট্ট শ্রেয়ার মা বীনা দেবী বলেন, ” জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে নিয়ে যাই চিকিৎসার জন্য । তখন সোনোগ্রাফি করতে বলে, সেটাও করি। কিন্তূ তারপর আমাদের অন্য জায়গায় বেসরকারি নার্সিং হোম বা বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে বলেন। আমরা দিন মজুর কোনো রকমে দিন পাত করি। এই অবস্থায় কিভাবে মেয়ের চিকিৎসা করাবো বুঝতে পারছি না। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মেয়ের চিকিৎসা করাতে পারি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments