Saturday, April 27, 2024
Homeরাজনীতিগোয়ায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

গোয়ায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

গোয়াতে আক্রান্ত বাবুল সুপ্রিয় (( Babul Supriyo)! টুইটে নিজেই একথা জানিয়েছেন তৃণমূল নেতা। আসানসোলের প্রাক্তন সাংসদ রবিবার টুইটে জানান,দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। বাবুল লিখেছেন, “স্থানীয় রাজনৈতিক দল আশ্রিত এক দুষ্কৃতী ধারাল অস্ত্র দিয়ে আমাকে আক্রমণ করেছে।” ওই রাজনৈতিক দল কংগ্রেস এবং BJP-র সাহায্যে নির্বাচনে লড়াই করছে, দাবি বাবুলের। তবে তিনি এই আক্রমণ এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন, জানিয়েছেন এমনটাই।

অন্যদিকে, বাবুল সুপ্রিয় বলেন, “তাকে দমন করার জন্য আমি একাই যথেষ্ট ছিলাম। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।” এই ঘটনার প্রেক্ষিতে কোনও FIR দায়ের করা হয়নি। বাবুলের কথায়, FIR দায়ের করলেও তা নিরর্থক হত। তবে কোনওভাবেই গোয়াতে তৃণমূলকে দমিয়ে রাখা সম্ভব নয়, তা স্পষ্ট জানান বাবুল। তাঁর কথায়, “সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া আমাদের অধিকার।” উল্লেখ্য, ভোটপ্রচারে গোয়ায় গিয়েছেন বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি গোয়ায় এক দফায় নির্বাচন। সেখানে ফলাফল ঘোষণা ১০ মার্চ। গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। গোয়াকে গুরুত্ব দেওয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, BJP-কে হারানোর জন্য কংগ্রেসের উপর অনন্তকাল ধরে ভরসা করা যায় না। তাই গোয়ায় প্রার্থী দিচ্ছে তৃণমূল। আগেও কংগ্রেসকে ভরসা করা হয়েছিল। কিন্তু, তাতে লাভের লাভ কিছু হয়নি বলেই জানিয়েছেন অভিষেক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments