Tuesday, April 30, 2024
Homeময়নাগুড়িগান চর্চা এখনো চালিয়ে যাচ্ছেন বছর ৮০র প্রথম বেতার শিল্পী প্রেমানন্দ রায়

গান চর্চা এখনো চালিয়ে যাচ্ছেন বছর ৮০র প্রথম বেতার শিল্পী প্রেমানন্দ রায়

ময়নাগুড়ি, ২৯ অক্টোবর : বয়সের ভারাক্রান্তে সময় গড়িয়ে গেলেও সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট শিল্পী, শিল্পী শিক্ষক প্রেমানন্দ রায়। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার এলাকার এই শিল্পী আজও নিয়মিত সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন। ছোট বেলা থেকেই সঙ্গীত চর্চা করতেন প্রেমানন্দ রায়। গান, বাদ্য যন্ত্রের অভ্যাস করতেন তিনি। কিন্তূ বর্তমানে বয়স ৮০ হলেও সেই অভ্যাস চালিয়ে যাচ্ছেন তিনি। ভাওয়াইয়া, লোকগীতি, পল্লীগীতি, বাউল গান করে এক সময় মঞ্চ কাঁপিয়ে ছিলেন প্রেমানন্দ রায়।

আজ বয়সের ভারাক্রান্তে তা মলিন হয়ে গিয়েছে। তিনি একাধারে যেমন সঙ্গীত শিল্পী তেমনি একজন অভিনেতা এবং সঙ্গীত শিক্ষক। ময়নাগুড়ির টেকাটুলিতে প্রেমানন্দ বাবুর উদ্যোগে একটি স্কুল খোলা হয়। সেখানে বিনামূল্যে ছাত্র ছাত্রীরা গান চর্চা করতে পারতো। দীর্ঘ ২৫ বছর সেই স্কুল চালানোর পর পরবর্তীতে সেভাবে আগ্রহ না দেখানোর দরুন স্কুল প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। তবে এখনো প্রেমানন্দ বাবুর বাড়িতে অনেক ছাত্র ছাত্রী আসেন গান শেখার জন্য , বাদ্য যন্ত্র শেখার জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments