Sunday, April 28, 2024
Homeখেলাধূলাক্রিকেট বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মূল পর্বে থাকবে না ওয়েস্ট...

ক্রিকেট বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মূল পর্বে থাকবে না ওয়েস্ট ইন্ডিজ

কথায় আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়…! সেটাই হল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। একসময় বিশ্ব ক্রিকেটার শাসক ছিলেন তাঁরাই। ক্যারিবিয়ান পেসারদের দাপটে থরহরি কম্পমান ছিল গোটা বিশ্ব। কার্যত অপ্রতিরোধ্যভাবে বিশ্বকাপের প্রথম দুই আসর মাত করেছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।

৩ মাস বাদে ভারতের মাটিতে যে ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) আয়োজন হতে চলেছে, তাতে থাকবে না ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্ব থেকেই ছিটকে গেলেন ক্যারিবিয়ানরা। শনিবার অখ্যাত স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা জলাঞ্জলি দিয়ে দিলেন নিকোলাস পুরানরা। ক্রিকেট বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মূল পর্বে থাকবে না ওয়েস্ট ইন্ডিজ

এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী আইসিসির (ICC) ক্রমতালিকায় থাকা প্রথম ৮ দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাকি ৮টি দল নিজেদের মধ্যে বাছাই পর্বে খেলবে। এবং তাঁদের মধ্যে দুটি দল মূল পর্বে উঠবে। ওয়েস্ট ইন্ডিজকেও এই নিয়মে বাছাই পর্ব খেলতে হয়। এবং শুরু থেকেই বিশ্রী ফর্মে ছিলেন পুরাণ, হোল্ডাররা। শনিবার সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত ক্যারিবিয়ানদের। কিন্তু এদিনও ব্যর্থ হলেন ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হল মাত্র ১৮১ রানে। যা মাত্র ৩ উইকেট হারিয়ে অনায়াসে তুলে নিল স্কটল্যান্ড

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments