Friday, April 26, 2024
Homeদিনহাটাকোচবিহার জেলা বইমেলাকে কেন্দ্র করে দিনহাটা সংহতি ময়দানে চলছে প্রস্তুতি

কোচবিহার জেলা বইমেলাকে কেন্দ্র করে দিনহাটা সংহতি ময়দানে চলছে প্রস্তুতি

কোচবিহার জেলা বইমেলাকে কেন্দ্র করে সংহতি ময়দানে চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ তৈরির পাশাপাশি বইমেলার স্টল তৈরির কাজ চলছে জোর কদমে। বহু বিতর্কের পর অবশেষে জেলা বইমেলা দিনহাটায় হওয়ায় বইপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবারের জেলা বইমেলায় বাংলাদেশ কলকাতার একাধিক প্রকাশনী সংস্থা ৮০ টি সংস্থা মেলায় অংশগ্রহণে ইচ্ছা প্রকাশ করেছে। বইমেলা কে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দফায় দফায় বিভিন্ন কমিটির বৈঠক চলছে। দিন দুয়েক আগেই মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ মুহূর্তে খতিয়ে দেখতে এক বৈঠকের আয়োজন করা হয়। আগামী ২৭শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত চলবে কোচবিহার জেলা বইমেলা। বইমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার প্রখ্যাত সাহিত্যিকরা আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীও আসার সম্ভাবনা রয়েছে । ২৭ ডিসেম্বর দুপুরে থাকছে বইয়ের জন্য হাটুন স্লোগানকে সামনে রেখে শহরে এক শোভাযাত্রা ।একদিকে যেমন বইমেলা চলবে তেমনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে থাকবে বহিরাগত সংগীত শিল্পী সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। আগামী ২৯শে ডিসেম্বর কলকাতার প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিভাবিন্দু ভট্টাচার্য, ৩০শে ডিসেম্বর সায়ন পাল ও ২রা জানুয়ারি সাগ্নিক সেনের সঙ্গীতানুষ্ঠান। একদিকে যেমন কোচবিহার জেলা বইমেলা আয়োজিত হচ্ছে দিনহাটা শহরের সংহতি ময়দানে ঠিক তেমনি তার পার্শ্ববর্তী স্থানেই আয়োজিত হচ্ছে রাজ্যস্তরিয় ভলিবল টুর্নামেন্ট। একেবারে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পড়েছেন আয়োজকরা এই দুই অনুষ্ঠানকে সফল করতে। মেলা কমিটির অন্যতম সদস্য বিশু ধর জানান, “আমরা বদ্ধপরিকর বইমেলা ও ভলিবল টুর্নামেন্টকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে। এটা একেবারেই আমাদের কাছে চ্যালেঞ্জ।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments