Friday, April 19, 2024
Homeকরোনা আপডেটকোচবিহার জেলায় আজ নতুন করে করোনা আক্রান্ত ৩০ জন, সুস্থ ৩১

কোচবিহার জেলায় আজ নতুন করে করোনা আক্রান্ত ৩০ জন, সুস্থ ৩১

কোচবিহার জেলায় আজ নতুন করে করোনা আক্রান্ত ৩০ জন। এর পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৩১ জন। এমনটাই জানানো হল জেলা স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। আজ নতুন করে করোনা আক্রান্তের মধ্যে কোচবিহার সদরের ১৬, দিনহাটা মহকুমায় ৬, মেখলিগঞ্জ মহকুমায় ৩ তুফানগঞ্জ মহকুমায় ৪ এবং মাথাভাঙা মহাকুমার ১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কোচবিহার জেলায় বর্তমান মোট করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ২৬১ টি।

কোচবিহার জেলায় আজ নতুন করে করোনা আক্রান্ত ৩০ জন, সুস্থ ৩১

চিলকিরহাটে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তুলতে ব্যাপক বিশৃঙ্খলা, হিমশিম খেলো পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার থেকে দুয়ারে সরকার প্রকল্পে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প।মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন।

Read More –কেন্দ্রীয় মন্ত্রী হবার পর প্রথম উত্তরবঙ্গে এলেন নিশীথ প্রামানিক, বাগডোগরায় নেমেই রাজ্য সরকারকে আক্রমণ

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, যুব সভাপতি কমলেশ অধিকারী

এক বিএসএফ অফিসারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দিনহাটার কালমাটিতে

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন, এবার থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বছর পূর্তিতে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে আনন্দ উৎসব পালন

দিনহাটা শিশু মঙ্গল সমিতির তহবিলে অনুদান দিল সাহেবগঞ্জ এর সর্বস্তরের জনগণ

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে কোচবিহার ১ নং ব্লকের চিলকির হাটে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় কান্তেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পে ভোর থেকেই লম্বা লাইন পড়ে যায়। কয়েক হাজার মহিলা ভিড় করেছেন লাইনে। সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। অবস্থা সামাল দিতে মাইকে চলে প্রচার। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি, অনেকেরই নেই মাস্ক।

রাজ্য সরকারের এই প্রকল্পে জেনারেল ক্যাটেগরি পরিবারের কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি পরিবারের কর্ত্রীকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, যোগ্য জেনারেল কাস্ট পরিবার বছরে ৬ হাজার টাকা ও SC, ST এবং OBC পরিবার বছরে ১২ হাজার টাকা করে পাবে।এর ফলে উপকৃত হবেন ১ কোটি ৬০ লক্ষ মহিলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments