Saturday, April 27, 2024
Homeকোচবিহারকোচবিহার জেলা প্রশাসনের করোনা টাস্ক ফোর্স এর মিটিং

কোচবিহার জেলা প্রশাসনের করোনা টাস্ক ফোর্স এর মিটিং

কোচবিহার:
মঙ্গলবার কোচবিহার জেলা শাসক দপ্তরে নিজস্ব কনফারেন্স হলে কোচবিহারের করোনা পরিস্থিতি এবং তৃতীয় ওয়েব কিভাবে সামাল দেওয়া হবে এই বিষয়ক একটি রিভিউ মিটিং হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, স্বাস্থ্য দপ্তর এবং কোচবিহার মেডিকেল কলেজের আধিকারিকরা, জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক জানান, বিগত কয়েক সপ্তাহ থেকেই জেলার করো না পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জেলায় সুস্থতার হার সংক্রমণের হার এর থেকে বৃদ্ধি পেয়েছে। যদিওবা প্রতিমুহূর্তে জেলা প্রশাসন টেস্টিং এবং ভ্যাকসিনেশনের ওপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই জেলায় ভালো সংখ্যক মানুষ ভ্যাক্সিনেটেড হয়েছেন। তৃতীয় ঢেউ সামলানোর জন্য কোচবিহার জেলা প্রশাসন তৈরি। ইউনিসেফ এর গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের রিভিউ মিটিং থেকে আগামী দিনের করোনা মোকাবেলার আরো বেশ কিছু সর্তকতা অবলম্বন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments