Monday, April 29, 2024
Homeকোচবিহারকোচবিহারে যুব তৃণমূলের তরফে তৈরি হল সেফ হোম, থাকতে পারবে ২৫ জন...

কোচবিহারে যুব তৃণমূলের তরফে তৈরি হল সেফ হোম, থাকতে পারবে ২৫ জন আক্রান্ত

কোচবিহার:
করোনা মোকাবেলায় একের পর এক প্রকল্প নিয়ে মানুষকে সহযোগিতা করে চলেছেন যুব তৃণমূল সভাপতি অভিজিত দে ভৌমিক, এবার তার মধ্যে নতুন সংযোজন সেফ হাউস। কোচবিহার স্টেশন চৌপতি এলাকার পারমিতা ভবনে এই সেফ হাউজ এর শুভ উদ্বোধন হয় মঙ্গলবার। উদ্বোধন করেন কোচবিহারের সদর মহকুমা শাসক তথা পৌরসভার পৌর প্রশাসক রাকিবুর রহমান। উপস্থিত ছিলেন অভিজিৎ দে ভৌমিক, সায়ন দ্বীপ গোস্বামী, রাজেশ চৌধুরীসহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিজিত বাবু বলেন, সম্পূর্ণ উপসর্গবিহীন করণা আক্রান্ত রোগী যাদের বাড়িতে থাকা সম্ভব নয় সেই ধরনের আক্রান্তদের মধ্যে ২৫ জনকে এই সেফ হাউসে রাখা যাবে। কোনো রকম কোনো উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা থাকবে। একই সাথে এখানে অক্সিজেন পার্লার রয়েছে, কোন কারনে আক্রান্তদের অক্সিজেনের প্রয়োজন হলে সেই প্রয়োজন মেটানো সম্ভব হবে। তিনি আরো বলেন, দুজন করে ভলেন্টিয়ার তৃণমূল যুব কংগ্রেসের ২৪ ঘন্টা এখানে উপস্থিত থাকবেন। এখানেই চারবেলা পুষ্টিকর খাবার এর পাশাপাশি প্রতিনিয়ত চারবার অন্তত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ব্যবস্থা থাকবে। সদর মহকুমা শাসক রাজিবুর রহমান বলেন, অত্যন্ত গঠনমূলক উদ্যোগ। এর আগে অভিজিৎবাবু অক্সিজেন পার্লার তৈরি করে সাধারণ মানুষ এর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একই সাথে চলছে তা নিরামিষ রান্না ঘর। তার এই উদ্যোগকে সম্পূর্ণ সাধুবাদ জানানো হয়েছে সদর মহকুমা শাসকের তরফ থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments