Saturday, April 27, 2024
Homeকোচবিহারকোচবিহার জেলা তৃণমূল পার্টি অফিস তৈরি করার উদ্যোগ নিলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার জেলা তৃণমূল পার্টি অফিস তৈরি করার উদ্যোগ নিলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারের রাস মেলার মাঠ সংলগ্ন শাসকদল তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিস হতে চলেছে তিনতলা বিশিষ্ট এই পার্টি অফিস হবে বলে জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার তার শিলান্যাশ অনুষ্ঠান কার্যকর হয়। কোচবিহার জেলায় এই দলীয় কার্যালয়ের গুরুত্ব অপরিসীম হয়ে উঠবে বলে জানান রবীন্দ্রনাথ বাবু।
বলা বাহুল্য ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের স্থায়ী কোন দলীয় কার্যালয় ছিল না। প্রথম কার্যালয় মা ভবানী বিড়ি চৌপতিতে। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনের পরে সেই কার্যালয় টি ৮ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় হিসেবে বিবেচিত হতে থাকে। এর মাঝে ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পর নতুন জেলা সভাপতি দায়িত্বভার গ্রহণ করেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি তার ১৮ নম্বর ওয়ার্ডের বাসভবনে দলীয় কার্যালয় তৈরি করে নেন। বিধানসভা নির্বাচনের পরে জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি ভাড়া নিয়ে জেলা তৃণমূল দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা শুরু করেন। সেই সময় রীতিমত প্রশ্নের সামনে দাঁড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠেছিল স্থায়ী দলীয় কার্যালয়ে নিয়ে। ২০২২ পৌরসভা নির্বাচনে কোচবিহার পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা কোচবিহারের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এরপরে এদিন স্থায়ীভাবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস ভবন নির্মাণের কাজ শুরু হয়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সকল স্তরের তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতারা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক সংগঠনের সভাপতি খোকন মিয়া, শ্রমিক সংগঠনের সভাপতি পরিমল বর্মন, যুব নেতা তথা দিনহাটা পৌর কাউন্সিলার জাকারিয়া হোসেন সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments