Friday, May 3, 2024
HomeBreaking newsসুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলা হবে আজ দুপুর আড়াইটের...

সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলা হবে আজ দুপুর আড়াইটের সময়

মাত্র কয়েক ঘণ্টা। তারপর একটি বোতামের চাপ। আর ন’সেকেন্ডের মধ্যে জলের মতো ঝরে পড়বে নয়ডার টুইন টাওয়ার (Twin Tower)। ২১ বছর আগে জোড়া বিমানের ধাক্কায় মাটিতে মিশেছিল টুইন টাওয়ার। সেই জোড়া মিনার নিউ ইয়র্কে (New York) হলেও বর্তমানে আলোচনায় রয়েছে যে টুইন টাওয়ার তা দিল্লি (Delhi) সংলগ্ন নয়ডার। বেআইনি নির্মাণকাজের জন‌্য যা ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে কোর্ট

ন’বছরের আইনি লড়াই শেষে গত বছর আগস্ট মাসে টুইন টাওয়ার ভাঙার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রায় তিনমাসের প্রস্তুতির পর আজ রবিবার দুপুর আড়াইটের সময় মাটিতে মিশবে জোড়া মিনার। গত তিন মাসে বহু সুক্ষ হিসেবনিকেশ করে তিন হাজার সাতশো কিলো বিস্ফোরক রাখা হয়েছে সেয়ান ও অ‌্যাপেক্স নামের দুই টাওয়ারে। একটি বোতামের চাপে তা ন’সেকেন্ডের মধ্যে ঝরে পড়বে ঝলের ধারার মতো। তবে যে ধ্বংসস্তূপ জমবে তা সরাতে সময় লাগবে অন্তত তিন মাস। এক হাজার ট্রাক তা সরাবে এই সময় ধরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments