Friday, May 3, 2024
Homeকোচবিহারউত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং সৌমেন রায় এর সৌজন্যমূলক সাক্ষাৎ

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং সৌমেন রায় এর সৌজন্যমূলক সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এর সঙ্গে দেখা করলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়। বিধানসভা নির্বাচনের পর সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন সৌমেন বাবু। রবিবার দুপুরে তিনি পৌঁছে যান কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর বাড়িতে। সৌমেন বাবু এবং রবীন্দ্রনাথ ঘোষ এর মধ্যে সৌজন্য সাক্ষাত হয়। এরপর দুজনের মধ্যে দীর্ঘক্ষন আলোচনা হয়। জানা যায় কালিয়াগঞ্জ এর বিভিন্ন রাস্তা সেতু নির্মাণ নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এর সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন তিনি। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার উন্নয়নের পাশাপাশি কালিয়াগঞ্জ এও উন্নয়ন হবে বলে জানান রবিবাবু।

এ প্রসঙ্গে সৌমেন রায় বলেন, দীর্ঘদিনের পরিচিত রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে আজ দেখা হল। খুব ভালো লাগলো এই সৌজন্য সাক্ষাতে। উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকাকালীন কালিয়াগঞ্জ এলাকার বিভিন্ন রাস্তা এবং সেতু নির্মাণের দাবি ছিল। যদি এখন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাই উনার কাছে সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম আশা করি সবকিছু বিবেচনা করে উনি বিষয়গুলি লক্ষ করবেন।
দলবদল করে তৃণমূলে আসা প্রসঙ্গে তিনি বলেন মানুষের ভোট পেয়ে জিতেছি। কিন্তু তৃণমূল যেভাবে মানুষের উন্নয়নে সাড়া দিয়েছে বিজেপির অন্দরে হিংসা ছাড়া আর কিছুই নেই। তিনি আরো জানান কিছুদিনের মধ্যে আরো বেশ কয়েকজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন।

এদিন সৌমেন বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সঞ্চালক উৎসেন্দু তালুকদার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments