Thursday, May 9, 2024
Homeমালদাইডি,সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্নে তুলে চাঁচলে পথে নামল তৃণমূল কংগ্রেস

ইডি,সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্নে তুলে চাঁচলে পথে নামল তৃণমূল কংগ্রেস

মালদা-ইডি,সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্নে পথে নামল তৃণমূল কংগ্রেস।রবিবা মালদহের চাঁচলে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করে মালদা জেলা তৃণমূল।এদিন বিকেলে চাঁচল কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়।চাঁচল সদরের বারোগাছিয়া,তরলতলা,রাজীব মোড় হয়ে দূর্গাবাড়ী মোড় হয়ে কলমবাগানে মিছিল শেষ হয়।মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন,মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি,চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ,রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়,বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার,মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কমাধক্ষ্য প্রতিভা সিংহ,সহ চাঁচল মহকুমার ছয়টি ব্লকের তৃণমূলের শাখা সংগঠনের নেতা কর্মী ও সমর্থকেরা।মিছিলে প্রায় ২০ হাজার কর্মী ছিল বলে তৃণমূল নেতৃত্বের দাবি।মিছিল শেষে কলমবাগান একটি সমাবেশ করা হয়।সেখানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে তুলেনেতৃত্বরা বক্তব্য রাখেন।মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির অভিযোগ,বিজেপি চক্রান্ত করে তৃণমূলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পরাস্ত করতে চাইছে‌।তারই প্রতিবাদে চাঁচল শহরে মহামিছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments