Wednesday, May 1, 2024
Homeখেলাধূলাঅধিনায়কত্ব ছাড়ার পর ধোনি ছাড়া কেউ ফোন করেনি,বিস্ফোরক বিরাট কোহলি

অধিনায়কত্ব ছাড়ার পর ধোনি ছাড়া কেউ ফোন করেনি,বিস্ফোরক বিরাট কোহলি

রবিবার ম্যাচের শেষে বিরাট কোহলিকেই দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে পাঠানো হয়। সেখানে কথায় কথায় উঠে আসে মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ। বিরাট কোহলি বললেন, ‘যখন আমি অধিনায়কত্ব ছেড়েছিলাম, সেইসময় একমাত্র মহেন্দ্র সিং ধোনিই আমাকে ফোন করেছিলেন। আর কেউ কোনও ফোন করেননি। কেউ নয়।’ বিরাটের কথায়, ‘আমরা নিজেদের মধ্যে যথেষ্ট নিরাপত্তা অনুভব করি। আমি যদি কাউকে সত্যিই মন থেকে সাহায্য করতে চাই, তাহলে তো তাঁকে আলাদা করে বোঝাব যে তোমার এটা ভুল হচ্ছে কিংবা ঠিক হচ্ছে। সকলের সামনে তো আর সেটা বলব না। আমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা আলাদা সত্যতা রয়েছে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি এই নিয়ে মোট ৩২টি হাফসেঞ্চুরি করলেন। সবথেকে বড় কথা তিনি রবিবার যথেষ্ট সংযমী ব্য়াটিং করেন। শুরুর দিকে রোহিত শর্মা এবং কেএল রাহুল ব্যাটিং ঝড় তুললেও, এই ম্যাচে ভারতের মিডল অর্ডার একেবারে ধসে গিয়েছে। ব্যাট হাতে রান পেলেন না হার্দিক পান্ডিয়া। এছাড়া ঋষভ পন্থও মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও ভারতীয় ক্রিকেটাররা কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। আর শেষবেলার আর্শদীপ সিং আসিফ আলির ক্যাচ মিস করা যে ম্যাচের কত বড় টার্নিং পয়েন্ট হয়ে গেল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমি কখনও ভাবিনি যে কোনওদিন ব্যাটটা সরিয়ে রাখব। কিন্তু পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছিল। আসলে আমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেকারণেই আমি ব্রেক নিয়েছিলাম। এটা খারাপ কোনও বিষয় নয়। এটা নিয়ে সবসময় আলোচনা করা উচিত। আমি মনে করি না যে আমি কোনও ভুল করেছি। এটা যে কারোর জীবনেই আসতে পারে। সেটা মুখ খুলে বলতে হবে। আবার যখন নতুন করে আমি খেলা শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম যে আমি কেন ক্রিকেটটা খেলছি। সেই উত্তরটা নিজের মন থেকে পেতেই আবারও খেলা শুরু করি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments