Friday, April 19, 2024
Homeবীরভূমগরু পাচারকাণ্ডে এবার CBI এর মুখে অনুব্রত মণ্ডল

গরু পাচারকাণ্ডে এবার CBI এর মুখে অনুব্রত মণ্ডল

গোরু পাচারকাণ্ডে অভিনেতা দেবকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। এবার এই মামলায় দেবের পর অনুব্রত মণ্ডলকে তলব করল CBI। জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর এক অনুগামী জানান, অনুব্রত ব্যস্ত রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ৩ ফেব্রুয়ারি ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল CBI। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। সূত্রের খবর, গোরু পাচারকাণ্ডে তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তদন্তের স্বার্থেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI, জানা গিয়েছে এমনটাই। যদিও সমর্থিত সূত্রে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

গোরু পাচার কাণ্ডে ঘাটালের সাংসদ দেবকেও তলব করেছিল CBI। এদিকে অনুব্রতকে তলব প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, “অনুব্রতরা তোলাবাজিতে যুক্ত থাকেন এই বিষয়ে তো কোনও সন্দেহ নেই। সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। উডবার্ন ওয়ার্ডে গিয়ে এখন ভর্তি হয়ে যান! অসুবিধা কী রয়েছে।”এখানেই শেষ নয়, সুজন চক্রবর্তী আরও বলেন, “সঙ্গ ভালো না হলে সর্বনাশ হয়, এটা আগেও বলেছিলাম। অনুব্রতর ক্ষেত্রেও তাঁর নিজের সঙ্গ ভালো নয়, এটা সবাই বুঝতে পারছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments