Thursday, May 2, 2024
HomeBreaking newsইডির হাতে আটক শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

ইডির হাতে আটক শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে ED অভিযান। এই শিবসেনা নেতাকে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় দু’বার ED-র তলব এড়িয়েছেন শিব সেনা নেতা। রবিবার সকাল সাতটা নাগাদ ED-র একটি তদন্তকারী দল তাঁর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। ED-র দলে রয়েছেন CISF আধিকারিকও। সূত্রের খবর, মুম্বইয়ে ‘চওল'(বাড়ি) নির্মাণ প্রসঙ্গে সঞ্জয় রাউতকে প্রশ্ন করতে চেয়েছিল তদন্তকারী সংস্থা ED। উল্লেখ্য, সঞ্জয় রাউত বরাবর মহারাষ্ট্র্রের ‘গদিচ্যুত’ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

তাঁর বাড়িতে ED তল্লাশি চালানোর পরেই একটি টুইট করেন এই শিবসেনা সাংসদ। তিনি লেখেন, “মিথ্যা অভিযোগ, মিথ্যা তথ্য প্রমাণ। আমার মৃত্যু হলেও ওদের কাছে আত্মসমর্পণ করব না। কোনও দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আমি বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে একথা বলছি। বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন। আমি শিবসেনার হয়ে লড়াই চালিয়ে যাব।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments