Saturday, April 27, 2024
Homeকোচবিহারআগামীকাল থেকে দিনহাটা সংহতি ময়দানে শুরু হচ্ছে কোচবিহার জেলা বইমেলা

আগামীকাল থেকে দিনহাটা সংহতি ময়দানে শুরু হচ্ছে কোচবিহার জেলা বইমেলা

দিনহাটা::

জেলা বইমেলার চূড়ান্ত প্রস্তুতি শেষ। আগামীকাল ২৭ শে ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কোচবিহার জেলা বইমেলা। সাধারণত কোচবিহার জেলা শহরেই এই বইমেলা হয়ে আসছে তবে এ বছর দিনহাটা মহকুমায় এই বই মেলা হওয়াতে অত্যন্ত খুশি মহাকুমার মানুষজন। যদিও মহকুমায় এই মেলা স্থানান্তর হওয়ায় নানান বিতর্ক তৈরি হয়েছিল তবে সব বিতর্ক উড়িয়ে শেষমেষ দিনহাটাতেই হতে যাচ্ছে কোচবিহার জেলা বইমেলা।

আগামীকাল ২৭ ডিসেম্বর দুপুরে বইয়ের জন্য হাটুন স্লোগানকে সামনে রেখে শহরে একটি শোভাযাত্রা বের হবে। দিনহাটা সংহতি ময়দানে মূল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, জেলাশাসক পবন কাদিয়ান, মহকুমা শাসক রেহানা বসির সহ বিশিষ্ট জনেরা।

জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে জানা গিয়েছে এবারের জেলা বইমেলায় বাংলাদেশ কলকাতার একাধিক প্রকাশনী অংশগ্রহণ করতে চলেছে। বইমেলার পাশাপাশি মূল মঞ্চে চলবে নানাবিধ অনুষ্ঠান। বহিরাগত সংগীতশিল্পীরা সেখানে সংগীত পরিবেশন করবেন।

পার্থ প্রতিম রায়

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments