Wednesday, May 1, 2024
Homeদিনহাটাসাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সঙ্গে মতানৈক্য চাষীদের,অবশেষে বিডিও'র দ্বারস্থ

সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সঙ্গে মতানৈক্য চাষীদের,অবশেষে বিডিও’র দ্বারস্থ

মিল্টন সরকার, দিনহাটা:

দিনহাটা ২ নং ব্লকের পূর্ব সাহেবগঞ্জ সীমান্ত এলাকায় চাষাবাদে বিএসএফের সঙ্গে সমস্যা নিয়ে সাহেবগঞ্জ এর বিডিও দ্বারস্থ হলেন চাষিরা। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে দিনহাটা ২ নম্বর ব্লকের পূর্ব সাহেবগঞ্জ এলাকার বেশ কিছু সীমান্ত গ্রামগুলিতে চাষাবাদ নিয়ে প্রায়ই বিএসএফ জওয়ানদের সাথে চাষীদের মতানৈক্য দেখা দিচ্ছে বলে জানা যায়। কাঁটাতার ঘেঁষা সীমান্তে পাট চাষের পর সীমান্ত লাগোয়া ডোবা গুলিতে পাট জাগ দিতে বাধা দিচ্ছেন বিএসএফ জওয়ানরা এমনটাই অভিযোগ জানান স্থানীয় কৃষকরা। বেশ কয়েকদিন থেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা। প্রথমে এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান তারা।

সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সঙ্গে মতানৈক্য চাষীদের,অবশেষে বিডিও’র দ্বারস্থ

এরপর আজ সোমবার দুপুরে এই অভিযোগ নিয়ে সাহেবগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে এসে আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসের সাথে দেখা করেন স্থানীয় কৃষকরা। বেশ কিছু সময় ধরে আলোচনায় চাষীরা তাদের অভিযোগ জানান। এদিন সেখানে উপস্থিত ছিলেন উক্ত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য রিয়াজুল হক ,দিনহাটা ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন, সহ-সভাপতি অতুল চন্দ্র সরকার। বিএসএফ কোম্পানি কমান্ডেন্ট সাহেবের সাথে এ বিষয়ে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন বলে জানান কৃষকরা।খুব দ্রুত এসমস্যার সমাধান হবে বলে সেই আশায় দিন গুনছেন পূর্ব সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকার কৃষকরা। তবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে জমির সমস্ত পাট নষ্ট হয়ে বহু টাকার লোকসান হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

শিশুদের পুষ্টি এবং সচেতনতার জন্য বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে এই সংস্থা।

পরের খবর – চিলাপাতায় শিশুদের পাশে দাঁড়ালো নিউ জেনারেশন ভলেন্টিয়ার্স নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।

তার কথা মাথায় রেখে শিশুদের পুষ্টি এবং সচেতনতার জন্য বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে এই সংস্থা। এদিন ওই এলাকার ১৫০ জন শিশুকে প্রোটিন পাউডার, নিউট্রিশন, পানীয় সহ বই খাতা পেন্সিল তুলে দেওয়া হয়। আগামীতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানা গেছে। সংস্থার তরফে এদিন সেখানে উপস্থিত ছিলেন অভিজিৎ দাস, জয়শ্রী দত্ত,রাজীব দেবনাথ এবং অন্যান্যরা

তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী এবং চিলাপাতার পর্যটন ব্যবসায়ী বিমল রাভা। বিমল বাবু বলেন, নিউ জেনারেশন ভলান্টিয়ার্স আজ আমাদের চিলাপাতা দক্ষিণ মেন্দা বাড়িতে এসে শিশুদের পাশে দাঁড়িয়েছে। লকডাউনে কাজকর্ম হারিয়ে অসহায় হয়েছে বহু পরিবার। সেই পরিবারের শিশুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই সংস্থার এই উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ জানাই। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments