Friday, April 26, 2024
Homeরাজনীতি'মিঠুনদার জন্য ছবি ডুবেছে', প্রজাপতি সিনেমা নিয়ে কটাক্ষ কুনাল ঘোষের

‘মিঠুনদার জন্য ছবি ডুবেছে’, প্রজাপতি সিনেমা নিয়ে কটাক্ষ কুনাল ঘোষের

দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত সিনেমা ‘প্রজাপতি’ নন্দনে হল না পাওয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছিলেন, মিঠুন চক্রবর্তী BJP করেন। তাই তাঁর ছবি নন্দনে দেখাতে দেওয়া হয়নি। এবার মিঠুনকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “দেব ভাল ছেলে। কিন্তু মিঠুনদার জন্য ছবি ডুবেছে। দেব যদি আগামী দিনে মিঠুনদা চক্রবর্তীকে নিয়ে কোনও ছবি করে সেক্ষেত্রে তাঁকে যেন ডিস্কো ডান্সার জাতীয় চরিত্র দেন। সংবেদনশীল চরিত্র নয়। পরাণ বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে দশ গোল দিয়েছেন। এখন ছবিকে টানার জন্য হতে পারে BJP বিতর্ক তৈরি করছে। দেবও বলতে পারছে না কিন্তু, মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত আত্মঘাতী।” প্রজাপতি সিনেমাটি নন্দনে প্রদর্শিত হওয়া নিয়ে যখন বিতর্ক তুঙ্গে সেই সময় কুণাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যে ভবিষ্যতেও তিনি কাজ করবেন তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা দেব। তিনি বলেন, “আমি রাজনীতির জন্য দেব হইনি, সিনেমার জন্য হয়েছি। দুটি জগতকে আমি আলাদা রাখি। ছবি করার জন্য আমাকে কখনও কোনও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে হয়নি। আগামী দিনে অভিনেতা বা প্রযোজক হিসেবে মিঠুনদার সঙ্গে কাজ করতে চাই।” অর্থাৎ দেব স্পষ্ট করেছেন তাঁর সঙ্গে আলাদা করে রাজনৈতিক কারণে মিঠুন চক্রবর্তীর কোনও সংঘাত নেই। তবে নন্দনে যদি প্রজাপতি দেখানো হয় সেক্ষেত্রে মধ্যবিত্ত দর্শকদের কাছে পৌঁছনো অনেক বেশি সহজ হত, তা জানিয়েছিলেন দেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments