Sunday, April 28, 2024
HomeBreaking newsঅভিষেকের কর্মসূচিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে না

অভিষেকের কর্মসূচিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে না

অভিষেকের কর্মসূচিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের
৫ ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা যাবে না,নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

চলতি বছরের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আগামী ৫ অগাস্ট ব্লক স্তরে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আগামী ৫ অগাস্ট কোনো রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সাধারণ মানুষের সমস্যা হয় এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না। স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের।

২১ জুলাই শহিদ মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির। তিনি বলেন ‘নেত্রীর অনুমতি নিয়ে আামি ঘোষণা করছি, আগামী ৫ অগাস্ট ৮ ঘণ্টার জন্য জেলা থেকে ব্লক স্তরে, বুথ স্তরে যত বিজেপি নেতা আছে তাদের বাড়ি ঘেরাও হবে। সকলের নাম আনুন। সবার নামের তালিকা তৈরি করুন। সবার বাড়ি ঘেরাও করা হবে। আগামী ৫ অগাস্ট শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত তৃণমূল নেত্রীর অনুমতি দিয়ে বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণভাবে ঘেরাও হবে। তবে বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। কিন্তু কোনও বিজেপি নেতাকে বাড়ি থেকে ঢুকতেও দেবেন না, বেরোতেও দেবেন না।’ অভিষেকের আহবানকে খানিক সংশোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বুথ স্তর নয়, ব্লক স্তরে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন হবে এবং বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাওয়ে বসতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments