Thursday, May 2, 2024
Homeময়নাগুড়িঅবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে বাশিলাডাঙ্গায় পুলিশি অভিযান

অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে বাশিলাডাঙ্গায় পুলিশি অভিযান

ময়নাগুড়ি , ২৭ মার্চ : আর্থমুভার ব্যবহার করে অবৈধভাবে মাটি তোলার খবর পেয়ে রবিবার ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাশিলাডাঙ্গায় অভিযান চালায় ময়নাগুড়ি থানার পুলিশ । পুলিশের গাড়ি দেখে আর্থমুভার রেখে পালিয়ে যান মাটি উত্তোলনকারীরা । পুলিশ সূত্রে খবর , বাশিলাডাঙ্গায় অবৈধভাবে মাটি তোলার খবর পায় পুলিশ । সেখানে একটি নালা থেকে একটি আর্থমুভার ও কয়েকটি টলি মাটি উত্তোলন করছিল । খবর পাওয়া মাত্র ময়নাগুড়ি থানা থেকে পুলিশের একটি টিম তদন্তে যায় । পুলিশ আসার খবর পেয়ে আর্থমুভার সহ টলিগুলি সেখান থেকে পালিয়ে যায় । পুলিশ আর্থমুভারটির পিছু করলে চালক মাঝপথে আর্থমুভার রেখে পালিয়ে যায় । স্থানীয়দের অভিযোগ , প্রশাসনের নজর এড়িয়ে ময়নাগুড়ির বিভিন্ন ছোটোবড়ো নদী ও ব্যক্তিগত জমি থেকে প্রায়শই অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করা হয় । এমনকি রাতের অন্ধকারে ও ছুটির দিনগুলিতে চোরাকারবারিরা এভাবে মাটি উত্তোলন করেন । এমনকি একাংশের অভিযোগ , ময়নাগুড়িতে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের দৌরাত্ম দিন দিন বাড়ছে । অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউ । তবে নদী থেকে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন অনেকে । নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাগুড়ির এক বাসিন্দা বলেন , ' প্রশাসনের অভিযান সত্ত্বেও প্রশাসনের নজর এড়িয়ে ময়নাগুড়ির বিভিন্ন নদী থেকে দিন ও রাতে বালি উত্তোলন চলছে ।' ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিক তেনজিং ভুটিয়া বলেন , ' বাশিলাডাঙ্গায় অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে পুলিশ সেখানে তদন্তে যায় ।' ময়নাগুড়ি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক প্রসেনজিৎ বর্মন বলেন , ' বাশিলাডাঙ্গায় এদিন মাটি উত্তোলনের কোনো অনুমতি ছিল না । অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় । মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে ।'

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments