Saturday, April 20, 2024
Homeরাজনীতিভবানীপুরে কোন প্রার্থীর কত সম্পত্তি, কে এগিয়ে দেখুন….

ভবানীপুরে কোন প্রার্থীর কত সম্পত্তি, কে এগিয়ে দেখুন….

নিউজ ডেস্কঃ
ভবানীপুরের হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল-BJP-CPIM-এর মধ্যে। প্রচার থেকে শুরু করে জনসংযোগ, কেউ কাউকে এক চুলও জায়গা ছাড়তে রাজি নন। ব্যালটের লড়াইতে কে এগিয়ে, তা জানা যাবে আগামী ৩ অক্টোবর। কিন্তু, তার আগে জানা গেল সম্পত্তির নিরিখে এগিয়ে কোন প্রার্থী। জমা দেওয়া হলফনামায় কত পরিমাণ সম্পত্তি উল্লেখ করলেন প্রার্থী? মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee), প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ( Priyanka Tibrewal) নাকি শ্রীজীব বিশ্বাস ( Shrijeeb Biswas)? কার পাল্লা ভারী এই বিষয়ে?

নির্বাচন কমিশনে (Election Commission) জমা দেওয়া হলফনামায় দেখা গেল সম্পত্তি ও আয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক রোজগার প্রিয়াঙ্কার। ২০১৯-২০ অর্থবর্ষে প্রিয়াঙ্কার বার্ষিক আয় ১০ লাখ ৩৫ হাজার ২৩৫ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লাখ ৩১ হাজার ২২২ টাকা। তাঁর নাম রয়েছে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড, LIC। ব্যাক্তিগত একটি গাড়িও রয়েছে BJP প্রার্থীর। যার মূল্য ১৫ লাখ ৭৯ হাজার ৯৬৯ টাকা। এছাড়াও ১৩ লাখ টাকার গয়না রয়েছে প্রিয়াঙ্কার। হাতে এই মুহূর্তে নগদ রয়েছে ৩৫ লাখ টাকা। একইসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর নামে ঋণ রয়েছে ৩৫ লাখ টাকার।

এরপরই আসছে বামফ্রন্টের প্রার্থী শ্রীজীব বিশ্বাসের সম্পত্তির পরিমাণ। আয়ের নিরিখেও প্রিয়াঙ্কার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীজীব। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩২ লাখ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সা। নিজের নামে একটি গাড়িও রয়েছে CPIM প্রার্থীর। যার মূল্য ৮ লাখ ৭৪ হাজার টাকা। মোট ঋণ রয়েছে ৮ লাখ ৭৪ হাজারের। নিজের নামে চারটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তরুণ আইনজীবী শ্রীজীবের।

অন্যদিকে, রাজনৈতিক কেরিয়ারে বাকিদের থেকে হেভিওয়েট হলেও সম্পত্তির নিরিখে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ লাখ ৮৭ হাজার ৮৪৫ টাকা। মমতার অস্থাবর সম্পত্তির পরিমাণ মাত্র ৩৮ হাজার ২৯ টাকা। গয়না রয়েছে ১০ ভরিরও কম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকার। একটিই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ১২ লাখ ৪১ হাজার ৫১২ টাকা। নগদ রয়েছে এই মুহূর্তে ৬২ হাজার ৫৯০ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments