Monday, April 29, 2024
Homeকোচবিহারঅবিরাম বৃষ্টিতে জলের স্রোতে ভেসে গেলো সাঁকো, সমস্যায় যাত্রীরা

অবিরাম বৃষ্টিতে জলের স্রোতে ভেসে গেলো সাঁকো, সমস্যায় যাত্রীরা

তুফানগঞ্জ: অবিরাম বৃষ্টিতে জলের স্রোতে ভেসে গেলো বাঁশের সাঁকো। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ী এক ও দুই গ্রাম পঞ্চায়েতের উল্লারঘাট এলাকায়। রায়ডাক নদীর উপর এই অস্থায়ী সাঁকো দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে কয়েক হাজার যাত্রী। বর্তমানে সাঁকো ভেঙে যাওয়ায় নৌকাতে চলছে যাতায়াত। এই দুঃসহনীয় ঘটনাটি প্রতি বছরই ফিরে আসে৷ আর প্রতি বার বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যায়৷ তখন নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা৷ এ বিষয়ে সাঁকোর মালিক অবিরাম দাস জানান, হঠাৎ রায়ডাক নদীতে জল বেড়ে যাওয়ার সাঁকোর অর্ধেক জলের তোরে ভেসে গিয়েছে। লক্ষাধিক টাকার উপর ক্ষতির সম্মুখীন হতে হলো। তবে দুর্ঘটনার ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments