Friday, April 26, 2024
Homeরাজনীতিস্কুল খোলা থাকলে সরকারের ক্ষতি হয়, আর বার খোলা থাকলে লাভ: দিলীপ...

স্কুল খোলা থাকলে সরকারের ক্ষতি হয়, আর বার খোলা থাকলে লাভ: দিলীপ ঘোষ

করোনা পরিস্থিতির জেরে রাজ্যে বিধিনিষেধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নবান্নের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘স্কুল খোলা থাকলে সরকারের ক্ষতি হয়, আর বার খোলা থাকলে লাভ। বার খোলা থাকলে সেখানে নেতারা পার্টি করতে পারে। তাই স্কুল বন্ধ রাখলেও সময়ে সময়ে বার খোলার অনুমতি দিয়েছে রাজ্য।’

এদিন রাজ্য সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ করার পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁদের দলত্যাগের প্রসঙ্গে দিলীপ বলেন, ‘ঢেউয়ে অনেকেই এসেছিলেন নিজের মতো করে। তাঁরা নিজেরাই চলে যাচ্ছেন।’

প্রসঙ্গত, সোমবার সন্ধেয় তৃণমূল মহাসচিবের বাড়িতে যান শোভন-বৈশাখী। রবিবার প্রয়াত হন পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায় ৷ এমন সময় রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে পুরনো সহকর্মীর পাশে দাঁড়াতেই তারা এসেছিলেন বলে দাবি করেন শোভন। তিনি বলেন, ‘আজ রাজনীতি নিয়ে কথা বলার মতো মানসিকতা ওনারও ছিল না, আমারও না৷’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments