Thursday, July 7, 2022
Homeখেলাধূলাশীঘ্রই ভারতীয় দলের কোচের হটসিটে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ

শীঘ্রই ভারতীয় দলের কোচের হটসিটে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ

শীঘ্রই ভারতীয় দলের কোচের হটসিটে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)! সব ঠিক থাকলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই রাহুল দ্রাবিড়ের বদলে কোচ হতে পারেন এনসিএ প্রধান। বোর্ড সূত্রের খবর, ঠাঁসা ক্রীড়াসূচির কথা ভেবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। সেক্ষেত্রে ওই সিরিজে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে ভাবা হচ্ছে  লক্ষ্মণের নাম। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। 

আসলে আইপিএল (IPL 2022) শেষ হলেই ভারতীয় দলের ঠাঁসা ক্রীড়াসূচি শুরু হয়ে যাবে। প্রথমে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-২০ খেলবে ভারতীয় দল। তারপরই উড়ে যেতে হবে আয়ারল্যান্ডে। সেখানেও সীমিত ওভারের ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার (Team India)। আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও সীমিত ওভারের সিরিজ শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আগামী দু’মাস টানা খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

বিসিসিআই (BCCI) সূত্রের খবর, এ হেন ঠাঁসা ক্রীড়াসূচিতে টিম ইন্ডিয়ার তারকাদের ফিটনেসের কথা ভেবে একইসঙ্গে দুটি দল খেলানোর কথা ভাবছে ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে টিমের সিনিয়র তারকাদের বিশ্রাম দিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় সারির একটা দল পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। সেই দলেরই দায়িত্ব দেওয়া হতে পারে লক্ষ্মণকে। আর দ্রাবিড়ের অধীনে আরেকটি টিম আগামী মাসে উড়ে যাবে ইংল্যান্ড। যেখানে গত বছর কোভিডের জন্য বাতিল হয়ে যাওয়া একটি টেস্ট এবং ৬টি সীমিত ওভারের ম্যাচ খেলবে ভারতীয় দল।

ঘরের মাঠে যে দলটি লক্ষ্মণের (VVS Laxman) নেতৃত্বে খেলবে, তাতে বেশ কিছু তরুণ তারকাও সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তরুণ পেসার মহসিন খান, উমরান মালিকরা (Umran Malik) ওই দলে সুযোগ পেতে পারেন। সুযোগ পেতে পারেন তিলক বর্মা। টি-২০ দলে হার্দিক পাণ্ডিয়া এবং শিখর ধাওয়ানের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments