কোচবিহার: উত্তরবঙ্গ সফরের আজ কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল সোমবার দু’টি অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। প্রথমটি হবে কোচবিহারে, দ্বিতীয়টি শিলিগুড়িতে। কোচবিহারের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজবংশী ভাষা সরকারি স্কুলে পড়ানোর ঘোষণা করবেন মমতা। রাজ্যে মোট ১৯২টি স্কুলে রাজবংশী পড়ানো হবে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। যার মধ্যে ১২০টি রয়েছে কোচবিহারে ও ৭২টি রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। সোমবার দু’টি পৃথক সরকারি অনুষ্ঠানে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু করার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। রাজনীতির কারবারিদের মতে, এ বছর লোকসভা ভোটের রাজবংশী ভোট নিজেদের ঝুলিতে টানতেই এই ঘোষণা করবেন মমতা।

সোমবারের পর মঙ্গলবার উত্তরবঙ্গের আরও দু’টি জেলায় সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। প্রথমে রায়গঞ্জে ও পরে বালুরঘাটের সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। প্রসঙ্গত বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভার সাংসদ। মমতা ওই দিন বালুরঘাটে সভা করার পাশাপাশি মঙ্গলবার রাত্রিযাপন করবেন সেখানেই। মনে করা হচ্ছে, ওই দিন রাতেই তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখাও করতে পারেন। পাশাপাশি, জনসংযোগও করতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *