Sunday, April 28, 2024
Homeপূর্ব মেদিনীপুরতৃণমূলে ফিরলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল

তৃণমূলে ফিরলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দলগুলির ভাঙা-গড়ার খেলা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে বহু নেতা-কর্মী৷ এসবের মাঝেই তৃণমূলে ফিরলেন খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল (Ranjit Mandal)। শুক্রবার কাঁথি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ে কারামন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি। ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণকুমার মাইতি, চেয়ারম্যান অভিজিৎ দাস, সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশচন্দ্র বেজ।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে খেজুরির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাধিপতি রণজিৎ মণ্ডলও পদ্ম শিবিরে যোগদান করবেন বলে চাউর হয়। তবে বিজেপির কোনও মঞ্চে সক্রিয় ভূমিকায় তাঁকে কোনওদিনই দেখা যায়নি। রাজনৈতিক মহলের দাবি, রণজিৎ মণ্ডল শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় বিজেপি-তে যোগদান করার জন্যে নন্দীগ্রামের সভায় উপস্থিত হন। বিজেপি কর্মীদের বিক্ষোভে যোগদান করতে পারেননি। তবে তার সাথে আগে থেকেই ভালো সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারীর। কথাবার্তা চলতো সব সময়।

২০০৮ সালে জেলা পরিষদের সভাধিপতি হন রণজিৎ। ২০১১ ও ২০১৬ সালে পরপর খেজুরি থেকে বিধায়ক হন। শুভেন্দু বিজেপিতে যোগ দিলে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, রণজিৎ মণ্ডল ভাল সংগঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘরের ছেলে ঘরে ফিরলেন। এবার থেকে সক্রিয় ভূমিকায় তাঁকে দেখা যাবে। কয়েকদিন আগে দলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কাঁথিতে একটি কর্মসূচিতে গেলে সেখানে তাঁর সঙ্গে দেখা করেছিলেন রণজিৎ। ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি। কুণাল জানিয়েছিলেন, রণজিৎবাবু দলের হয়ে কাজ করতে চান। রাজ‌্য নেতৃত্বকে বিষয়টি জানাবেন। আর এদিনই ঘরে ফেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments