Thursday, July 7, 2022
Homeশিলিগুড়িঅবাক কান্ড! ভ্যাকসিন নিয়ে চৌম্বক মানব শিলিগুড়ির বাসিন্দা

অবাক কান্ড! ভ্যাকসিন নিয়ে চৌম্বক মানব শিলিগুড়ির বাসিন্দা

নিজস্ব সংবাদদাতাঃ
ভ্যাকসিনের প্রথম ডোজ নেবার পরে গায়ে লেগে যাচ্ছে হাতা খুন্তি পয়সা এমন কি মোবাইল ফোনও, শিলিগুড়ির ভারত নগর এর এর বয়স ৫৮ এর বাসিন্দা নেপাল চক্রবর্তী। যিনি গত৭ই জুন নিয়ে ছিলেন করোনা টিকার প্রথম ডোজ। তার সাথে এক অবাক করা ঘটনা ঘটল। করোনার ভ্যাকশিন নেওয়ার পর শরীরে চুম্বকের মতো আটকে যাচ্ছে ধাতব পদার্থ।

পেশায় গাড়ি চালক নেপাল চক্রবর্তীর সাথে এমনই অবাক করা ঘটনা হওয়ায় রীতিমতো অবাক তিনি নিজেও। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা শিলিগুড়িতে। জানা গিয়েছে চামচ দিয়ে দুধ রুটি খেতে খেতে তিনি টিভিতে খবর দেখছিলেন। সেখানে তিনি দেখতে পান হিন্দিভাষী একটি চ্যানেলে এক ব্যাক্তি দুটো ভ্যাকশিন নেওয়ার পর তার শরীরে হাতা খুন্তি লেগে যাচ্ছে। ঠিক যেমন চুম্বকে লেগে যায় তেমনি। কৌতুহল বশত তিনিও নিজের শরীরে তা পরীক্ষা করতে গেলে দেখেন তার শরীরে পয়সা সহ হাতা খুন্তি এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে। মুহূর্তেই তা জানাজানি হতে ভাইরাল হয়ে যায়। তিনি জানান, ভ্যাকশিন নেওয়ার পর তার শরীরে কোনো অস্বস্তি হয় নি। তবে কিছু ধাতব পদার্থ শরীরে আটকে যাওয়ার ঘটনায় তিনি অবাক হয়ে যান। এরপর রবিবার তিনি ছুটে যান শিলিগুড়ি হাসপাতালে। ডাক্তার দেখিয়ে তিনি নিশ্চিত হতে চান কি কারনে এমন অবাক করা ঘটনা তার সাথে ঘটছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments