Friday, April 19, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়িতে সাড়ম্বরে পালিত হলো ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস

ময়নাগুড়িতে সাড়ম্বরে পালিত হলো ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস

দিবসময়নাগুড়ি, ৯ সেপ্টেম্বর : ময়নাগুড়ির টেকাটুলীতে সাড়ম্বরে পালিত হলো মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৭ তম তিরোধান দিবস। কামতপুর ঐক্য মঞ্চের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রথমে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর চলে রক্তদান শিবির। প্রথম রক্তদান করেন প্রাক্তন কেএলও জয়দেব রায় ওরফে টম অধিকারী। এরপর রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের শুরু হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়া বাড়ি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু রায়, বিশিষ্ট সমাজসেবী তপতী মল্লিক, টম অধিকারী, ময়নাগুড়ি থানার পুলিশকর্মী রামমোহন রায়,ভাষা প্রেমী মহেশ রায় সহ প্রমুখরা। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের হলুদ গামছা, পান সুপারি দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে মনীষীর জীবন সম্পর্কে আলোচনা করা হয়। সন্ধ্যায় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতির উপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষ্যে কামতাপুরী ঐক্য মঞ্চের সম্পাদক প্রেমানন্দ রায় বলেন, " মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন তিরোধান দিবস পালন করা হলো। শুরুতে পতাকা উত্তোলন, রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এরপর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে মনীষীর জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments