Tuesday, April 30, 2024
Homeখেলাধূলাপেরুকে ৪-০ গোলে হারিয়ে দূরন্ত জয় ব্রাজিলের

পেরুকে ৪-০ গোলে হারিয়ে দূরন্ত জয় ব্রাজিলের

Uttorer Sangbad:- পেরুকে আজ হেলায় উড়িয়ে দিল ব্রাজিল। ৪-০ গোলে জয়লাভ করল নেইমার ব্রিগেড। একটা গোল করেন স্বয়ং নেইমার। আর বাকি তিনটে গোল অ্যালেক্স স্যান্ড্রো, এভারটন রিবিয়েরা এবং রিচার্লিসন করেন। সেইসঙ্গে পরপর দুটো ম্যাচ জিতে ব্রাজিলের ঝুলিতে ৬ পয়েন্ট চলে এল। পেরুর বিরুদ্ধে আজ ম্যাচের প্রথমার্ধেই যথেষ্ট স্বস্তিতে পৌঁছে গিয়েছিল ব্রাজিল। ১২ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন অ্যালেক্স স্যান্ড্রো। তবে প্রথমার্ধে ব্রাজিল এগিয়ে থাকলেও দলে পারফরম্যান্স নিয়ে অবশ্য খুব একটা খুশি হবে না তিতে। কারণ দুই দলের গোলরক্ষককেই সেভাবে ব্যস্ত থাকতে দেখা যায়নি। ওই একটাই মাত্র গোলে শট মেরেছিল সাম্বা ব্রিগেড। আর তাতেই কাজের কাজটা হয়ে যায়। ব্রাজিলকে ম্যাচের প্রথমার্ধে অধিকাংশই লম্বা শট খেলতে দেখা যাচ্ছিল।

অন্যদিকে ম্যাচ প্রথম ৪৫ মিনিটের দিকে যত এগিয়েছে, ততই পেরু আরও রক্ষণাত্মক হয়ে উঠেছে। দুটো উইং তারা একেবারে কাজে লাগাতে পারেনি। সেকারণে ব্রাজিল কিছুটা স্বস্তিতেই ছিল। এই ম্যাচে ফিরতে হলে পেরুকে যে দ্বিতীয়ার্ধে আক্রমণভাগ আরও শানাতে হত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, সে গুড়ে ছিল বালি! উলটে ব্রাজিল যেন আরও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দিল। লিভারপুলের ফার্মিনহো, এভারটনের রিচার্লিসন এবং রিয়াল মাদ্রিদের ভিনিশিয়াস বিপক্ষে ওপর চাপ তখন অনেকটাই বাড়িয়ে তুলেছে।

অনান্য খবর- ড্রাগন ফল চাষ করে লাভের মুখ দেখছেন মাথাভাঙ্গার কৃষক নির্মল বর্মন

পেরুকে ৪-০ গোলে হারিয়ে দূরন্ত জয় ব্রাজিলের

ঠিক সেইসময় অসাধারণ একটা গোল করলেন ব্রাজিল অধিনায়ক নেইমার। ৬৮ মিনিটে নেইমার দলের স্কোর ডাবল করে দেন। মাত্র ২০ গজ দূর থেকে তাঁকে সাজানো একটা পাস বাড়িয়েছিলেন ফ্রেড। এরপর রামোসের দিকে একটা ছোট্ট টার্ন নিয়ে তিনি শট নেন। চলতি কোপা আমেরিকা টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয় গোলটা করে ফেললেন নেইমার। ম্যাচের তৃতীয় গোলটা করেন এভারটন রিবিয়েরা। ম্যাচের ৮৯ মিনিটে তিনি দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলেন। চলতি টুর্নামেন্টে সেলেকাও দলের হয়ে এই প্রথম গোল করলেন রিবিয়েরা। মাঝমাঠ থেকে নেইমারের সঙ্গে ক্রস আদানপ্রদান করে পেনাল্টি বক্সের কাছে বলটাকে নিয়ে আসেন রিচার্লিসন। সেখান থেকে রিবিয়েরাকে তিনি ফাইনাল ক্রস বাড়ান। বল পেয়ে রিবিয়েরা কোনও ভুল করেননি।

অনান্য খবর- হেলমেট বিহীনদের চকলেট উপহার , সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সাহেবগঞ্জে

তবে পেরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রিচার্লিসন। ইনজুরি টাইমে গোল করে তিনি দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দিলেন। ম্যাচের ৯৩ মিনিটে রিচার্লিসনের গোল যে ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments