Tuesday, April 30, 2024
Homeকোচবিহারকোচবিহারে গণেশ পূজার উদ্বোধন করলেন তৃণমূল সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন

কোচবিহারে গণেশ পূজার উদ্বোধন করলেন তৃণমূল সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন

কোচবিহার:
ঘুঘুমারি নতুন চৌপতি শ্রী শ্রী গনেশ পূজা কমিটি পরিচালনা এবং ব্যবস্থাপনায় শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে পূজা শুরু হয়। পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন। উপস্থিত ছিলেন পার্থ প্রতিম রায়, কমলেশ অধিকারী, ক্ষুদিরাম সরকার, সঞ্জীব রাজভর সহ অন্যান্যরা। তৃতীয় বর্ষ এই পূজার আরম্ভ করোনা বিধি মেনে হয়েছে। খোলা মন্ডপ কোথায় ভিড় জমায় অবকাশ নেই। সঞ্জীব রাজভর জানান, আমরা করোনা বিধি পালন করে সুষ্ঠুভাবে গণেশ চতুর্থী পালন করার সংকল্প গ্রহণ করেছি। দৈনিক প্রসাদ বিতরণের পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের সাহায্য করা হবে এই মন্ডপ থেকে।

আরও খবর পড়ুন…..

কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে করা সিদ্ধান্ত সভাপতির

কোচবিহার:
শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায়, উদয়ন গুহ, আব্দুল জলিল আহমেদ সুচিস্মিতা দত্ত শর্মা, সহ জেলার কোর কমিটির অন্যান্য সদস্যরা। জেলা সভাপতি বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে জানান, এই মুহূর্তে কোচবিহার জেলার ধসা রোগের পড়েছে, অর্থাৎ অনাস্থা। কোন গ্রাম পঞ্চায়েত স্তরে অনাস্থা হবে না এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বলে জানান জেলা সভাপতি। একইসঙ্গে বিগত দিনে যে সমস্ত অনাস্থা প্রস্তাব পাস হয়েছে তার পেছনে জেলা নেতৃত্ব স্থানীয় কোন নেতার হাত থাকলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা সভাপতি। দলীয় নেতৃত্বদের বাকবিতণ্ডার মাধ্যমে এই দিন এই সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বলাবাহুল্য বৃহস্পতিবার দিনহাটা 1 নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে দলীয় নির্দেশ উপেক্ষা করে। এদিন এই বিষয়ে আলোচনা হয় কোর কমিটির বৈঠকে। আগামীতে কোনো অনাস্থা প্রস্তাব আনা হবে না বলে ওরা বার্তা দিয়েছেন জেলা সভাপতি। সেইসাথে তিনি বলেন আগামী দু’মাসের মধ্যে কারা কারা এই অবস্থার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দল ব্যবস্থা গ্রহণ করবে। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অনাস্থা প্রস্তাব আনা হবে না এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে আজ। সেইসাথে আগামী দিনে দল কিভাবে পরিচালিত হবে এবং আসন্ন দিনহাটা উপনির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি এবং জনসংযোগ বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা সংক্রান্ত গঠনমূলক আলোচনা হয়েছে। গরীন বাবু জানান, দলকে সুসংহত রাখার জন্য একটাই বার্তা সেটা হলো ঐক্য। আগামী দিনে জেলা তৃণমূলের প্রতিটি স্তরের নেতা নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে লড়াইকরবে দলের স্বার্থে এই বার্তা এদিন কোর কমিটির বৈঠকে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments