Friday, April 26, 2024
HomeBreaking newsটয়ট্রেন পরিষেবা বন্ধ করছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল

টয়ট্রেন পরিষেবা বন্ধ করছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল

টয়ট্রেন পরিষেবা বন্ধ করছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল।পর্যটকদের কথা মাথায় রেখে এবছর নভেম্বর মাস থেকে জয় রাইড শুরু করেছিল রেল।কিন্তুু একমাস কাটতে না কাটতে পর্যটকদের চাহিদা না থাকার জন্য দুটি রাইড বন্ধ করে দিচ্ছে রেল।নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং আরেকটি দার্জিলিং ঘুম স্পেশাল জয় রাইড পরিষেবা।নভেম্বর মাসে পর্যটকের চাহিদার কথা মাথায় রেখে সপ্তাহে তিনদিন করে বাতানুকূল কামরায় টয়ট্রেন পরিষেবা চালু করেছিল ডিএইএইচআর।

ডিএইএইচআর, সিপিআরো, সব্যসাচী দেব জানান,৫২৫৩৯ এনজেপি থেকে দার্জিলিং সপ্তাহে তিনদিন করে চলা এসি টয়ট্রেন পরিষেবা ১৭ই ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় তিনমাস বন্ধ থাকবে।পাশাপাশি ০২৫৩৭-০২৫৫০ দার্জিলিং ঘুম স্পেশাল জয় রাইড ৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় একমাস বন্ধ থাকছে।

অনসুল গুপ্তা,উত্তর-পূর্ব সীমান্ত রেলের,জি এম বলেন,ঘুম ফেস্টিভ্যাল এর জন্য আমরা জয় রাইড শুরু করেছিলাম।নিউজলপাইগুড়ি স্টেশন কে আন্তর্জাতিক মানের স্টেশন তৈরী করার পাশাপাশি ডিএইচআরকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে রেলের এই সিদ্ধান্তে অনেকটাই হতাশ পর্যটনমহল।কারন শীতকালীন ছুটির পাশাপাশি ক্রিসমাসের ও নতুন বছরের ছুটিতে ঘুড়তে আশা পর্যটকরা বুকিং শুরু হয়ে গিয়েছে।টুর অপারেটর সম্রাট সান্যাল জানান ডিএইচআর এর চাহিদা রয়েছে।রেলের আরেকটু সার্ভে করে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।কারন ট্রয়ট্রেন বন্ধ হলে পর্যটন ব্যাবসায় অনেকটাই ক্ষতি হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments