Thursday, May 2, 2024
Homeউত্তরবঙ্গUttarbanga Pithapuli Festival : উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব আয়োজিত হলো কোচবিহারে

Uttarbanga Pithapuli Festival : উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব আয়োজিত হলো কোচবিহারে

Uttorer Sambad : কোচবিহার: কোচবিহারে ব্লাড ডোনার অর্গানাইজেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হল সপ্তম বর্ষ উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব (Uttarbanga Pithapuli Festival)। রাজমাতা দীঘি মুক্তমঞ্চে সোমবার কুড়িজন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। বিভিন্ন নতুন নতুন পদের পিঠা-পুলির সমারোহে জমজমাট হয়ে উঠেছিল মুক্তমঞ্চ প্রাঙ্গণ। স্বর্গীয় সত্য রঞ্জন চক্রবর্তীর নামাঙ্কিত মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহারের পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিনের কর্মসূচিতে উদ্বোধক হিসেবে ছিলেন বিশেষভাবে শারীরিক সক্ষম আশিক ইকবাল, থ্যালাসেমিয়া রোগী দেবপ্রিয় ঘোষ।উত্তরবঙ্গ পিঠাপুলি প্রতিযোগিতায় প্রথম হন গোকুল পিঠা বানিয়ে গৌরী রায়, দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে মুগের পুলি পিঠা বানিয়ে বসুশ্রী দাস ও মালাই পাটিসাপটা বানিয়ে শর্মিষ্ঠা পাঠক । তৃতীয় হয়েছে যুগ্মভাবে পাখির নীরে পিঠা পুলি বানিয়ে সুশ্বেতা মুখার্জী এবং খির কদম পিঠা বানিয়ে কাবেরী পাল। চতুর্থ হয়েছেন শাহি মুগের পিঠা পুলি বানিয়ে অসিত ধর। বিজয়ীদের হাতে পুরস্কার ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

এই উত্তরবঙ্গ পিঠা পুলি উৎসবে বিচারকের আসনে ছিলেন জলপাইগুড়ি জেলা ডিস্ট্রিক্ট রেজিষ্টার পার্থসারথি চক্রবর্তী , পূর্ত দপ্তর কর্মী শিবনাথ চক্রবর্তী, কলকাতার কঙ্কন মালাকার প্রমুখ। উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসবের প্রধান উদ্যোক্তা ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক রাজা বৈদ্য। উত্তরবঙ্গ কমিটির সম্পাদক সুমন দাস, কোচবিহার সদর কমিটির সম্পাদক সাইদুল ইসলাম সহ অনেকে।

Uttarbanga Pithapuli Festival : উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব আয়োজিত হলো কোচবিহারে

Marathon race : বিজেপি আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বানচালের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সমাজ কর্মী রাজা বৈদ্য বলেন বাঙালির হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এই উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব আমরা দীর্ঘ সাত বছর থেকে করে আসছি। মহিলাদের পাশাপাশি এবার পুরুষেরাও অংশগ্রহণ করেছেন আমাদের এই প্রতিযোগিতায়। সকল কে ধন্যবাদ জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments